কোটালীপাড়ায়, মহান স্বাধীনতা দিবস উদযাপন

গর্গ বিশ্বাস,কোটালীপাড়া উপজেলা প্রতিনিধি:
প্রকাশের সময়: বুধবার, ২৭ মার্চ, ২০২৪ । ৮:০১ অপরাহ্ণ

কোটালীপাড়ার, রামশীল ইউনিয়নের, জহরেরকান্দি স্টুডেন্ট এসোসিয়েশন (জাস) সংগঠন কর্তৃক আয়োজিত, পূর্ব কোটালীপাড়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয় স্থানে মহান স্বাধীনতা দিবস উদযাপন করা হয়েছে। ২৬-শে মার্চ রোজ মঙ্গলবার সকাল ৯ ঘটিকা থেকে তাদের কার্যক্রম শুরু হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, পূর্ব কোটালীপাড়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবু বনোজ কুমার মজুমদার, উপস্থিত ছিলেন ১৮ নং জহরেরকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবু নির্মলেন্দু ঢালী সহ অন্যান্য শিক্ষকমন্ডলী ও অতিথিবৃন্দরা। শিক্ষকমন্ডলী এবং ছাত্র-ছাত্রীরা স্বাধীনতা দিবসের তাৎপর্য বক্তব্যের মাধ্যমে তুলে ধরেন। (জাস) সংগঠনটি ২০০৮ সালে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকেই তারা ২৬-শে মার্চ মহান স্বাধীনতা দিবস উদযাপন করে আসছে। সংগঠনটি বিভিন্ন প্রতিযোগিতামূলক অনুষ্ঠানের আয়োজন করে থাকে; হাতের লেখা, চিত্রাঙ্কন, দেশাত্মবোধক গান, নাচ ইত্যাদি। যারা প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয়, তৃতীয় হয়ে থাকে তাদেরকে পুরস্কারের মাধ্যমে উৎসাহিত করা হয়। ছাত্র-ছাত্রীরা খুব সকাল থেকেই  অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য বিদ্যালয়ে প্রবেশ করেন। অনুপ হালদার মনা, বুলু বিশ্বাস শ্রেয়া ও অজিত অধিকারী সহ অন্যান্য সদস্যবৃন্দরা মিলে অনুষ্ঠান পরিচালনা করেছেন। (জাস) সংগঠনের কার্যক্রমে খুশি হয়ে সকল শিক্ষকমন্ডলী তাদেরকে ধন্যবাদ জানিয়েছেন। শিক্ষার্থীরা বলেন (জাস) সংগঠনের শিক্ষনীয় অনুষ্ঠান থেকে আমরা অনেক কিছু শিখতে ও জানতে পারি। এছাড়াও বলেন (জাস) সবসময় ছাত্র-ছাত্রীদের পাশে থাকে এবং পাশে থেকে নানারকম সাহায্য-সহযোগীতা করে আসছে। (জাস) এর সদস্যরা বলেন আমরা এভাবেই ছাত্র-ছাত্রীদের পাশে থেকে কাজ করতে চাই এবং এই ধরনের অনুষ্ঠান থেকে তারা অনেক কিছু শিখতে ও জানতে পারবে।

প্রধান সম্পাদক: মোঃ তোজাম্মেল হোসেন মঞ্জু, নির্বাহী সম্পাদক: মোঃ মাহাবুবুল আলম ওহাবুল, প্রকাশক: মোঃ বখতিয়ার ঈবনে জীবন, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: চিলাহাটি, নীলফামারী। যোগাযোগ: +৮৮০ ০১৭১৮৩২৪৭৮৬ E-mail: infobanglarawaz@gmail.com

প্রিন্ট করুন