
নরসিংদী শিবপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে ২৬ইং মার্চ মংগলবার, সকালে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা, যোদ্ধাহত মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সংসদ সদস্য আলহাজ্ব সিরাজুল ইসলাম মোল্লা। উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও শাহ মো: সজীব এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তাপসী রাবেয়া, শিবপুর মডেল থানার ওসি ফরিদ উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুহসীন নাজির, সাধারণ সম্পাদক আলহাজ্ব সামসুল আলম ভুইয়া রাখিল প্রমুখ।