ফরিদপুরে জাতীয় শ্রমিক লীগের শ্রদ্ধাঞ্জলি অর্পণ

ফয়সাল মোল্লা, ফরিদপুর সদর উপজেলা প্রতিনিধি :
প্রকাশের সময়: বুধবার, ২৭ মার্চ, ২০২৪ । ৮:৩৬ অপরাহ্ণ

মহান ২৬শে মার্চ স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেছে ফরিদপুর জেলা জাতীয় শ্রমিক লীগ।
আজ সকালে শহরের গোয়ালচামট স্মৃতিসৌধে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করে সংগঠনটি।
এ সময় উপস্থিত ছিলেন জাতীয় শ্রমিক লীগের সভাপতি গোলাম মোহাম্মদ নাছির। সাধারণ সম্পাদক ইমান আলী মোল্লা, সহ-সভাপতি হাসিবুল আমিন সিদ্দিকী লিপন যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুর রহমান হিরু,মোবারক খলিফা কাউন্সিলর,২১ নাং ওয়ার্ড,ফরিদপুর পৌরসভা ও আহ্বায়ক, জাতীয় শ্রমিকলীগ,ফরিদপুর শহর শাখা। এবং অর্থ সম্পাদক ইউনুছ আলী প্রামানিক সহ জাতীয় শ্রমিক লীগের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এর আগে ‌ শহরের হাসিবুল হাসান লাবলু সড়কে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন ‌ জাতীয় শ্রমিক লীগের নেতৃবৃন্দ।
এরপর একটি ‌ শোভাযাত্রায় অংশগ্রহণ করে সংগঠনটি।

প্রধান সম্পাদক: মোঃ তোজাম্মেল হোসেন মঞ্জু, নির্বাহী সম্পাদক: মোঃ মাহাবুবুল আলম ওহাবুল, প্রকাশক: মোঃ বখতিয়ার ঈবনে জীবন, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: চিলাহাটি, নীলফামারী। যোগাযোগ: +৮৮০ ০১৭১৮৩২৪৭৮৬ E-mail: infobanglarawaz@gmail.com

প্রিন্ট করুন