র‌্যাব-৫ এর এর অভিযানে ১২.৮৭৫ কেজি ওজনের কষ্টি পাথরে বিষ্ণু মূর্তি পরিত্যাক্ত অবস্থায় উদ্ধার

মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি :
প্রকাশের সময়: বুধবার, ২৭ মার্চ, ২০২৪ । ৯:০৮ অপরাহ্ণ

র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে।

এরই ধারাবাহিকতায় সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প, র‌্যাব-৫, রাজশাহীর একটি অপারেশন দল ২৭ মার্চ ২০২৩ ইং তারিখ ১২:৫০ ঘটিকায় বিশেষ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানাধীন হরিপুর (পাজরাপাড়া) এলাকায় অভিযান পরিচালনা করে ১২ কেজি ৮৭৫ গ্রাম ওজনের মহামূল্যবান কষ্টি পাথরের তৈরী বিষ্ণু মূর্তি পরিত্যাক্ত অবস্থায় উদ্ধার করে।

উপরোক্ত ঘটনায় মূর্তিটি সাধারণ ডায়েরীর মাধ্যমে চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

প্রধান সম্পাদক: মোঃ তোজাম্মেল হোসেন মঞ্জু, নির্বাহী সম্পাদক: মোঃ মাহাবুবুল আলম ওহাবুল, প্রকাশক: মোঃ বখতিয়ার ঈবনে জীবন, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: চিলাহাটি, নীলফামারী। যোগাযোগ: +৮৮০ ০১৭১৮৩২৪৭৮৬ E-mail: infobanglarawaz@gmail.com

প্রিন্ট করুন