চরভদ্রাসন উপজেলার পরিষদ নির্বাচনে: তিনজনের মনোনয়নপত্র প্রত্যাহার

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪ । ১:৩৮ পূর্বাহ্ণ

ফরিদপুর জেলা প্রতিনিধি-

প্রথম ধাপে ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার পরিষদ নির্বাচনের একজন চেয়ারম্যান পদের প্রার্থীসহ তিনজনের তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।
সহকারী রিটার্নিং কর্মকর্তা কাজী হেকমত আলী বিষয়টি জানান মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন সোমবার (২২ এপ্রিল) চরভদ্রাসন উপজেলা থেকে চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাহার করেছেন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মো. কাউছার।
তিনি চরভদ্রাসন উপজেলার বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান। আবেদন পত্রে তিনি ব্যক্তিগত কারণে মনোনয়ন প্রত্যাহার করেছেন বলে উল্লেখ করেছেন।

এছাড়া ভাইস চেয়ারম্যান পদে উপজেলার সেখ সোলায়মান ও শামীম রেজা তাদের
মনোনয়নপত্র প্রত্যাহার করেন।তারা আবেদনে পারিবারিক কারণে মনোনয়ন প্রত্যাহার করেছেন বলে উল্লেখ করেছেন।
৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে সাত জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছিলেন। এর মধ্যে যাচাই বাছাইতে একজনের মনোনয়নপত্র বাতিল হয়। বর্তমানে চেয়ারম্যান পদে মোট প্রার্থী রয়েছেন ৫ জন। প্রতিক বরাদ্দ দেওয়া হবে ২৩ এপ্রিল ও ভোট গ্রহণ হবে ৮ মে বুধবার সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত।

প্রধান সম্পাদক: মোঃ তোজাম্মেল হোসেন মঞ্জু, নির্বাহী সম্পাদক: মোঃ মাহাবুবুল আলম ওহাবুল, প্রকাশক: মোঃ বখতিয়ার ঈবনে জীবন, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: চিলাহাটি, নীলফামারী। যোগাযোগ: +৮৮০ ০১৭১৮৩২৪৭৮৬ E-mail: infobanglarawaz@gmail.com

প্রিন্ট করুন