রাজী হত্যা ও তান্নার ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন

সোালয়মান, টাংগাইল জেলা প্রতিনিধিঃ
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৯ মে, ২০২৪ । ৯:০৫ অপরাহ্ণ

টাঙ্গাইলের নাগরপুরে বীর মুক্তিযোদ্ধা মো. আলম মিয়ার ছেলে ভাদ্রা ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি মো. রাজিব মিয়াকে নৃশংসভাবে হত্যা ও বীর মুক্তিযোদ্ধা সন্তান মোঃ তানবীর রহমান তান্নাকে হত্যা চেষ্টার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার(৮ মে) নাগরপুর মুক্তিযোদ্ধা সন্তানদের কমান্ড উপজেলা শাখার উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে উপস্থিত ছিলেন,মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড নাগরপুর উপজেলা শাখার সভাপতি মোঃ তৌফিকুল ইসলাম ফরিদ, সাধারণ সম্পাদক রাকিব হোসেন ও সাংগঠনিক সম্পাদক মাসুদ পারভেজ সহ সকল নেত্রবৃন্দরা প্রশাসনের কাছে রাজিবের হত্যাকারীদের ও তান্নার উপর সন্ত্রাসী হামলার দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান।

উল্লেখ্য: বৃহস্পতিবার (২ মে) বেলা ১১টার দিকে ভাদ্রা ইউনিয়নের পংভাদ্রা গ্রামে গাছের পড়া বেল নেয়াকে কেন্দ্র করে বীর মুক্তিযোদ্ধা মো. আলম মিয়ার ছেলে স্বেচ্ছাসেবক লীগ নেতা মো. রাজিব আলম রাজিব (৩৫) কে কুপিয়ে হত্যা করে প্রতিপক্ষ।

কিশোরগ্যাংয়ের সদস্যরা বীরমুক্তিযোদ্ধার সন্তান তানভীর হোসেন তান্নাকে পিটিয়ে-কুপিয়ে গুরুতর আহত করে। তার সঙ্গী আব্দুল্লাহ আল মামুন এগিয়ে গেলে তাকেও পিটিয়ে আহত করে রাস্তায় ফেলে রাখে। এ সময় স্থানীয়রা এগিয়ে এলে কিশোরগ্যাংয়ের সদস্যরা প্রাণে মেরে ফেলার হুমকি দিয়ে চলে যায়।

প্রধান সম্পাদক: মোঃ তোজাম্মেল হোসেন মঞ্জু, নির্বাহী সম্পাদক: মোঃ মাহাবুবুল আলম ওহাবুল, প্রকাশক: মোঃ বখতিয়ার ঈবনে জীবন, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: চিলাহাটি, নীলফামারী। যোগাযোগ: +৮৮০ ০১৭১৮৩২৪৭৮৬ E-mail: infobanglarawaz@gmail.com

প্রিন্ট করুন