
মেহেরপুর সদর উপজেলা মোমিনপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জাব্বারুল ইসলাম জানান এবার এসএসসি পরীক্ষায় ৬০ জন ছাত্রী পরীক্ষায় অংশ নিয়েছিলেন, ৬০ জনের ভিতরে ১জন অনুপস্থিত, ৬ জন ফেল, ৪ জন ছাত্রী এ+ পেয়েছেন ১,মোছাঃ ইসরাত জাহান নুপুর ২,মোছাঃ নিশি খাতুন ৩,মোছাঃ সাদিয়া খাতুন ৪,মোছাঃ সুমাইয়া খাতুন এরা এ+ প্লাস পেয়েছে,বাকি ৩৯ জন ছাত্রী পরীক্ষায় পাশ করেছে, মোমিনপুর মাধ্যমিক বালিকা উচ্চবিদ্যালয়ের পাশের হার ৮৯%।