যুবলীগের প্রেসিডিয়াম সদস্য আবু আহমেদ নাসীমের মৃত্যুতে যুবলীগের নেতা ফারুক এর শোক

মোঃ শান্ত খান ঢাকা জেলা প্রতিনিধি
প্রকাশের সময়: বুধবার, ১৫ মে, ২০২৪ । ৫:৫৯ অপরাহ্ণ

বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য আবু আহমেদ নাসীম পাভেল এর মৃত্যুতে ঢাকা জেলা যুবলীগের নেতা এম এম জাহেরুল আহসান ফারুক এর গভীর শোক প্রকাশ করেছেন।

আজ তার নিজ অফিসে থেকে পাঠানো পৃথক বাণীতে এ শোক জানান তিনি।

বাণীতে ঢাকা জেলা যুবলীগের নেতা এম এম জাহেরুল আহসান ফারুক বলেন, গণমানুষের নেতা হিসেবে বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য আবু আহমেদ নাসীম পাভেল আজীবন জনকল্যাণে কাজ করে গেছেন।

তার মৃত্যুতে দেশ ও জাতি একজন দেশপ্রেমিক নেতা ও সমাজ সেবককে হারালো। এলাকার উন্নয়নে তার অবদান সাভার ও দেশবাসী আজীবন স্মরণ করবে।

তার মৃত্যুতে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে যে শূন্যতার সৃষ্টি হয়েছে তা অপূরণীয়।
 

 
এর আগে আজ চিকিৎসাধীন অবস্থায় ঢাকার একটি হাসপাতালে ইন্তেকাল করেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য আবু আহমেদ নাসীম পাভেল । ম‍ৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬০ বছর।

প্রধান সম্পাদক: মোঃ তোজাম্মেল হোসেন মঞ্জু, নির্বাহী সম্পাদক: মোঃ মাহাবুবুল আলম ওহাবুল, প্রকাশক: মোঃ বখতিয়ার ঈবনে জীবন, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: চিলাহাটি, নীলফামারী। যোগাযোগ: +৮৮০ ০১৭১৮৩২৪৭৮৬ E-mail: infobanglarawaz@gmail.com

প্রিন্ট করুন