গাইবান্ধায় ১১৮ বোতল ফেনসিডিলসহ গ্রেপ্তার ২

ফয়সাল রহমান জনি গাইবান্ধা জেলা প্রতিনিধি
প্রকাশের সময়: বুধবার, ১৫ মে, ২০২৪ । ৬:২৮ অপরাহ্ণ

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় ১১৮ বোতল ফেনসিডিলসহ দুইজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। তাদের বিরম্নদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।
বুধবার সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব-১৩ অধিনায়কের পক্ষে উপ-পরিচালক (মিডিয়া) স্কোয়াড্রন লিডার মাহমুদ বশির আহমেদ এ তথ্য জানান।
গ্রেপ্তাররা হলেন- লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলার বকশীবাড়ী গ্রামের আবু তাহের সরদারের ছেলে মো. রেজাউল করিম (৪৩) এবং একই উপজেলার টেপা পলাশী গ্রামের আব্দুল মজিদের ছেলে মো. হাবিব মিয়া (২২)। বিজ্ঞপ্তিতে স্কোয়াড্রন লিডার মাহমুদ বশির আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার গভীর রাতে পলাশবাড়ী পৌর শহরের ব্রাক মোড়ের বাঁশকাটা এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কে চেকপোস্ট বসায় র‌্যাব-১৩ গাইবান্ধার (সিপিসি-৩) সদস্যরা। রাতে লালমনিরহাট থেকে শুভ বসুন্ধরা নামে এক বাসে তলস্নাশি চালিয়ে ১১৮ বোতল ফেনসিডিল জব্দসহ ওই দুইজনকে আটক করা হয়।

প্রধান সম্পাদক: মোঃ তোজাম্মেল হোসেন মঞ্জু, নির্বাহী সম্পাদক: মোঃ মাহাবুবুল আলম ওহাবুল, প্রকাশক: মোঃ বখতিয়ার ঈবনে জীবন, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: চিলাহাটি, নীলফামারী। যোগাযোগ: +৮৮০ ০১৭১৮৩২৪৭৮৬ E-mail: infobanglarawaz@gmail.com

প্রিন্ট করুন