
আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে গাজীপুরের শ্রীপুর উপজেলা ভাইস চেয়ারম্যান পদে আবারও প্রার্থী হয়েছেন গণ মানুষের নেতা মাহাতাব উদ্দিন। ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন দ্বিতীয় ধাপের শ্রীপুর উপজেলার ভোট অনুষ্ঠিত হবে ২১ মে। এই নির্বাচনকে ঘিরে প্রার্থীদের মধ্যে হিড়িক পরে গেছে। চেয়ারম্যান পদে প্রার্থীর চেয়ে ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীর সংখ্যাই বেশি। গত উপজেলা নির্বাচনে ভাইস-চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছিলেন মাহতাবউদ্দিন। তিনি উপজেলার ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হয়ে এলাকার রাস্তা-ঘাট,মসজিদ, মাদ্রাসাসহ সকল ধরনের উন্নয়ন কাজ করে সাধারণ জনগণের মনের স্থান করে নিয়েছেন। এই কারণে এবারও তিনি ভোটারদের কাছে জনপ্রিয়তার শীর্ষে রয়েছেন। বিষয়টি সাধারণ মানুষ প্রতিবেদকের মাধ্যমকে নিশ্চিত করেছেন।
এ বিষয়ে জানতে চাইলে বর্তমান ভাইস চেয়ারম্যান মাহতাবউদ্দিন বলেন- আমি আবারও প্রার্থী হচ্ছি ভাইস-চেয়ারম্যান পদে, আমি গত নির্বাচনে বিপুল ভোটের মাধ্যমে জয় লাভ করেছি। জণগণ আমাকে ও সমর্থন করেছেন। ভোটারদের প্রতি আমার কৃতজ্ঞতা বোধ রয়েছে। সেই আশা ও বিশ্বাসের জায়গা থেকে আমি আবারও ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস-চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছি। এই নির্বাচনে আমার বৈদ্যুতিক বাল্ব মার্কায় ভোটারদের ভোটে বিজয়ী হব ইনশাল্লাহ। তিনি আরও বলেন,আমি বলবো শ্রীপুরবাসী আপনারা আমার জন্য দোয়া করবেন এবং ভোট দেবেন। আমি আপনাদের পাশে অতিতে যেভাবে ছিলাম ভবিষ্যৎতে ও পাশে থাকবো ইনশাআল্লাহ। তিনি আরো বলেন, আমার রাজনীতিক ক্যারিয়ারে কোন চাঁদা বাজি, ট্রেন্ডার বাজি, জমি দখল করার মত কোন কেলেঙ্কাকারি নেই। কেউ যদি আমার বিরুদ্ধে কোন অভিযোগ তুলতে পারেন, তাহলে আমি রাজনীতি থেকে বিদায় জানাবো।
আজ এসেছি আপনাদের মাঝে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে আমি ভাইস-চেয়ারম্যান পদে আবারও প্রার্থী হয়েছি এবং আপনাদের সকলের দোয়া ও সমর্থন চাই। তিনি বঙ্গবন্ধুর আদর্শকে বুকে লালন করে ছাত্র-জীবন থেকেই আওয়ামী লীগের রাজনীতির করে আসছেন।