ঈদে নৌপথে গোয়েন্দা নজরদারি বাড়ানোর নির্দেশ

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২৩ মে, ২০২৪ । ৯:১৭ অপরাহ্ণ

ঈদের কারণে আগামী ১৩ থেকে ২৩ জুন পর্যন্ত নৌরুটে বাল্ক চলাচল বন্ধ থাকবে বলে জানিয়েছেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।
বৃহস্পতিবার (২৩ মে) সচিবালয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে প্রতিমন্ত্রী জানান, ঈদের আগে তিনদিন ও পরের তিনদিন মিলে সাতদিন পশুবাহী ও পঁচনশীল পণ্য ছাড়া সব পণ্য পরিবহন বরাবরের মতো বন্ধ থাকবে।

তিনি বলেন, কিছু মানুষ আছে নৌপথে বিশৃঙ্খলা সৃষ্টি করে সরকারের ভাবমূর্তি বিনষ্ট করার চেষ্টা করে। গোয়েন্দা নজরদারি বাড়ানোর নির্দেশ দেয়া হয়েছে।
এবার একটু ঝুঁকিপূর্ণ, আবহাওয়া বার্তা সঠিকভাবে মেনে চলবেন।

প্রধান সম্পাদক: মোঃ তোজাম্মেল হোসেন মঞ্জু, নির্বাহী সম্পাদক: মোঃ মাহাবুবুল আলম ওহাবুল, প্রকাশক: মোঃ বখতিয়ার ঈবনে জীবন, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: চিলাহাটি, নীলফামারী। যোগাযোগ: +৮৮০ ০১৭১৮৩২৪৭৮৬ E-mail: infobanglarawaz@gmail.com

প্রিন্ট করুন