বেনাপোল খড়ের গাদায় লুকানো ফেনসিডিল উদ্ধার, আটক ২

মনির হোসেন বেনাপোল প্রতিনিধি
প্রকাশের সময়: সোমবার, ২৭ মে, ২০২৪ । ৮:৩৭ অপরাহ্ণ

যশোরের র‌্যাব গত শনিবার ২৫ মে রাত ১০টার দিকে বেনাপোলের উত্তর বোরোপোতা গ্রামের অভিযান চালিয়ে আব্দুস সাত্তারের ছেলে রাজু আহমেদ সুমনকে (২৪) আটক করা হয়। পরে তার স্বীকারোক্তি মোতাবেক তার গোয়াল ঘরে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ৩৭৫ বোতল ফেনসিডিল জব্দ করা হয়।

র‌্যাব জানিয়েছেন অপর একটি অভিযানে একইদিন রাতে ১২ টার দিকে পুটখালীর দৌলতপুর গ্রামের আইয়ুব আলীর ছেলে রহমত মোল্লাকে (৩৫) আটক করা হয়। পরে তার দেখানো মতে বাড়ির ভেতর খড়ের গাঁদার ভেতর থেকে ১৬৮ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।#

র‌্যাব-৬ যশোর ক্যাম্পের কোম্পানি অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন বলেন আটক ব্যক্তিদেরকে বেনাপোল পোট থানায় হস্তান্তর করা হবে।

প্রধান সম্পাদক: মোঃ তোজাম্মেল হোসেন মঞ্জু, নির্বাহী সম্পাদক: মোঃ মাহাবুবুল আলম ওহাবুল, প্রকাশক: মোঃ বখতিয়ার ঈবনে জীবন, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: চিলাহাটি, নীলফামারী। যোগাযোগ: +৮৮০ ০১৭১৮৩২৪৭৮৬ E-mail: infobanglarawaz@gmail.com

প্রিন্ট করুন