৬ষ্ঠ উপজেলা পরিষদ সাধারণ নির্বাচন-২০২৪ (৩য় ধাপ) উপলক্ষে কুমিল্লা জেলা পুলিশের আয়োজনে পুলিশ লাইন্স ড্রিল শেডে নির্বাচনী ব্রিফিং অনুষ্ঠিত

মো লুৎফুর রহমান রাকিব কুমিল্লা জেলা প্রতিনিধি
প্রকাশের সময়: মঙ্গলবার, ২৮ মে, ২০২৪ । ৬:৫৬ অপরাহ্ণ

আগামী ২৯ই মে ২০২৪খিঃ অনুষ্ঠিতব্য ৬ষ্ঠ উপজেলা পরিষদ (৩য় ধাপ) নির্বাচন উপলক্ষে নির্বাচন ডিউটিতে নিয়োজিত পুলিশ সদস্যদের নিয়ে পুলিশ লাইন্স ড্রিল শেডে এক নির্বাচনী ব্রিফিং অনুষ্ঠিত হয়।

উক্ত নির্বাচনী ব্রিফিং এ সভাপতিত্ব করেন কুমিল্লা জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব আব্দুল মান্নান বিপিএম(বার) মহোদয়।

সম্মানিত পুলিশ সুপার মহোদয় আগামী ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন-২০২৪খ্রিঃ (৩য় ধাপ) বুড়িচং, ব্রাহ্মণপাড়া, দেবিদ্বার, মুরাদনগর ও বাঙ্গরা বাজার থানার অবাধ, সুষ্ঠু, নির্বিঘ্নে ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত করতে নির্বাচন ডিউটিতে কর্মরত সকল পুলিশ সদস্যদের দিকনির্দেশনা-মূলক বক্তব্য প্রদান করেন।

এসময় তিনি সকল ভোটারগণ যেন তাদের স্ব-স্ব ভোটাধিকার প্রয়োগ করতে পারেন সে লক্ষ্যে ভোট কেন্দ্রের আশেপাশের সার্বিক আইন-শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নির্বাচন কমিশনের নির্দেশনা মোতাবেক কাজ করতে বলেন এবং একই সাথে নিজেদের উপর অর্পিত দায়িত্বে অবহেলা করলে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান।

উক্ত ব্রিফিং অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) জনাব খন্দকার আশফাকুজ্জামান বিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) জনাব মোঃ নাজমুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) জনাব কাজী মোঃ মতিউল ইসলাম, জনাব মোঃ কামরান হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সহ জেলা পুলিশ ঊর্ধ্বতনা কর্মকর্তাগণ।

প্রধান সম্পাদক: মোঃ তোজাম্মেল হোসেন মঞ্জু, নির্বাহী সম্পাদক: মোঃ মাহাবুবুল আলম ওহাবুল, প্রকাশক: মোঃ বখতিয়ার ঈবনে জীবন, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: চিলাহাটি, নীলফামারী। যোগাযোগ: +৮৮০ ০১৭১৮৩২৪৭৮৬ E-mail: infobanglarawaz@gmail.com

প্রিন্ট করুন