
ফরিদপুরের ভাঙ্গা উপজেলার চান্দ্রা ইউনিয়নের মালীগ্রাম বাজার দীঘলকান্দা গ্রামের ইটভাটার বিপরীত রেললাইনে কাটা পড়ে নেহার বেগম(৬৫)এক মহিলা ঘটনাস্থলেই নিহত হয়েছে। সে দীঘলকান্দা গ্রামের সোহরাব ব্যাপারীর স্ত্রী। মঙ্গলবার বিকাল ৪ টার দিকে এ মর্মান্তিক ঘটনাটি ঘটে। জানা গেছে, বিকাল ৪ টার দিকে ঢাকা থেকে রাজশাহীগামী একটি ট্রেন ওই এলাকায় পৌছলে ওই মহিলাটি ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই নিহত হয়।
মরদেহটি স্থানীয় ও ভাঙ্গা রেলওয়ে থানা পুলিশ উদ্ধার করে।কি কারনে বা কিভাবে মারা গেছে তা তাৎক্ষণিকভাবে জানা সম্ভব হয়নি। এ ঘটনায় এলাকায় একটি শোকের ছায়া নেমে এসেছে।