
ফরিদপুর ,সালথা উপজেলা মাঝারদিয়া ইউনিয়নের হোড়েরকান্দি গ্রামে শাকিব নামের ১২বছরের এক কিশোর নিখোঁজ আমি মোঃ লিটন ফকির (৩৭) পিতা মোঃ জিলু ফকির,মাতা মোসা হাসিনা বেগম, গ্রাম হাড়েরকান্দী ইউনিয়ন মাঝারদিয়া, থানা সালথা ,জেলা ফরিদপুর, আমার ছেলে শাকিব হোসেন ২৫-১১-২০২৪ অটো ভ্যানগাড়ি নিয়ে কাগদী বাজার হতে মাঝারদিয়া বাজারের উদ্দেশ্যে রওয়ানা হয় । বিকাল ৪ টা ৩০ মিনিটে অটো ভ্যানগাড়ি নিয়ে বাড়িতে ফিরিয়ে না আসলে,আমি সহ আমার পরিবারের লোকজন আমার ছেলে শাকিবকে বিভিন্ন আত্মীয় স্বজনের বাড়িতে খুঁজতে থাকি । কোথায় সাকিব হোসেন ও অটো ভ্যানগাড়ি সহ না পেয়ে ।২৬/১১/২০২৩ সালথা থানা অফিসার ইনচার্জ বরবর অভিযোগ করি (এনআইডি নং ৫০৯০৮৫৪৬৫৩) জিডি নং (১০৭৮ )করা হয় ।
(নিখোঁজ শাকিবের বিবরণ )
মোঃ শাকিব হোসেন
বয়স ( ১২ ) বছর
উচ্চতা ৪ ফুট, ৩ ইঞ্চি
স্বাস্থ্য মিডিয়াম মুখমন্ডল লম্বা
গায়ের রং ফর্সা
মাথার চুল কালো
পরনে ছিল সাদা জ্যাকেট এবং জিন্সের প্যান্ট।