ঝিনাইদহে বিশ্ব দুগ্ধ দিবস পালিত

মোঃ উজ্জ্বল বিশ্বাস:
প্রকাশের সময়: শনিবার, ১ জুন, ২০২৪ । ৯:০৭ অপরাহ্ণ

“বৈশ্বিক পুষ্টিতে দুধ অপরিহার্য” এই শ্লোগানে ঝিনাইদহে বিশ্ব দুগ্ধ দিবস পালিত হয়েছে। শনিবার সকালে শহরের পুরাতন ডিসি কোর্ট চত্তর থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে জেলা শিল্পকলা একাডেমিতে গিয়ে শেষ হয়। জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ সুব্রত কুমার ব্যানার্জীর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রথীন্দ্রনাথ রায়। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) ইমরান জাকারিয়া। সেসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মনোজিৎ কুমার মন্ডল, কালীগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা সুজিত কুমার পাল, শৈলকুপা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আনোয়ার হোসেন, খামারি আম্বিয়া খাতুন লাকি ও কল্যান প্রসাদ বসু সহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।

প্রধান সম্পাদক: মোঃ তোজাম্মেল হোসেন মঞ্জু, নির্বাহী সম্পাদক: মোঃ মাহাবুবুল আলম ওহাবুল, প্রকাশক: মোঃ বখতিয়ার ঈবনে জীবন, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: চিলাহাটি, নীলফামারী। যোগাযোগ: +৮৮০ ০১৭১৮৩২৪৭৮৬ E-mail: infobanglarawaz@gmail.com

প্রিন্ট করুন