
খুলনা জেলা পাইকগাছা উপজেলায় ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্তদের পানির সংকট নিরসনে মোবাইল ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট এর মাধ্যমে
শুক্রবার সকালে দেলুটি ইউনিয়নে পানি বিতরণ করা হয় এছাড়া গড়ইখালী ও সোলাদানা ইউনিয়নে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের মাঝে ও পাইকগাছা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর কর্তৃক বিশুদ্ধ পানি বিতরণ করা হয়েছে।
পানি বিতরণী কার্যক্রমে সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু ও উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন, ওসি ওবাইদুর রহমান, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী শাহাদাৎ হোসেন ও অরুণ ঢালী, দেলুটি ইউনিয়নের চেয়ারম্যান রিপন কুমার মন্ডল, সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।
জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী শাহাদাৎ হুসাইন জানিয়েছেন মোবাইল ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট এর মাধ্যমে পানি বিতরণ চলমান রয়েছে, প্রতি ঘন্টায় (৬৬০)লিটার পানি সরবরাহ করা হচ্ছে।
খুলনা সার্কেল তত্ত্বাবধায়ক প্রকৌশলী মহোদয় স্যার ও নির্বাহী প্রকৌশলী মহোদয় স্যার, এর নির্দেশে অতিরিক্ত দায়িত্ত্ব দেন উপ- সহকারী প্রকৌশলী সবুজ সরকারকে পাশাপাশি আরো চারজন মেকানিক কে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে এবং মোবাইল ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট এর পরিচালনার দায়িত্বে রয়েছেন মশিয়ার রহমান ও মারুফ হোসেন।