নড়াইলে অস্ত্র ও মোটরসাইকেলসহ ৩ জন অস্ত্র কারবারি গ্রেফতার

মো: আজিজুর বিশ্বাস
প্রকাশের সময়: শনিবার, ১ জুন, ২০২৪ । ৯:২৩ অপরাহ্ণ

নড়াইলে ওয়ান সুটার গান ও মোটরসাইকেলসহ ৩ জন অস্ত্র কারবারিদের গ্রেফতার করেছে নড়াইলের কালিয়া থানা পুলিশ।

তাদের নামে অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়েছে এবং শনিবার দুপুরে আদালতের মাধ্যমে তাদেরকে জেল-হাজতে পাঠানো হয়েছে।

শনিবার (১জুন) দুপুর ২টার দিকে পুলিশ সুপার কার্যালয়ের কনফারেন্স রুমে এক প্রেস ব্রিফিং সাংবাদিকদের এ তথ্য জানান নড়াইলের পুলিশ সুপার মোহা: মেহেদী হাসান।

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার হোসেন(নবনিযুক্ত পুলিশ সুপার), অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) তারেক আল মেহেদী, কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: শামিমুর রহমান শামিম, ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: ছাব্বিরুল আলমসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

প্রেস ব্রিফিং এ পুলিশ সুপার জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (৩১ মে) গভীর রাতে নড়াইলের কালিয়া থানার এসআই সেখ সোহরাব উদ্দিন, এ এস আই জিয়াউর রহমানের নেতৃত্বে একদল পুলিশ কালিয়া পৌরসভার ৫ নং ওয়ার্ডের সীতারামপুর এলাকার মৃত কুটি শেখের ছেলে মঞ্জুর শেখের বসত ঘরের উত্তর পাশে বেন্দারচরগামী রাস্তার ওপর থেকে একটি মোটরসাইকেলের গতি রোধ করে ৩ জনকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃতরা হলো, খুলনা জেলার তেরখাদা উপজেলার কাটেঙ্গা গ্রামের মৃত উকিল উদ্দিন মেলেকদারের ছেলে ইকবাল হোসেন মেলেকদার (৩৭), একই উপজেলার ইখড়ি গ্রামের আব্দুল হাসান ফকিরের ছেলে ওবাইদুল্লাহ ফকির (৩৮) এবং কালিয়া পৌর সভার বেন্দারচর গ্রামের মৃত মজিবর রহমানের ছেলে জাকারিয়া হুসাইন (৩৩)। এ সময় তাদের কাছ থেকে স্টিলের তৈরি কাঠের বাটযুক্ত একটি দেশীয় তৈরি ওয়ান সুটার গান এবং ১৬০ সিসির হরনেট হোন্ডা মোটরসাইকেল জব্দ করা হয়।

এ ঘটনায় পুলিশ বাদী হয়ে কালিয়া থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করেছে এবং শনিবার দুপুরে আদালতের মাধ্যমে তাদেরকে জেল-হাজতে পাঠানো হয়েছে।

প্রধান সম্পাদক: মোঃ তোজাম্মেল হোসেন মঞ্জু, নির্বাহী সম্পাদক: মোঃ মাহাবুবুল আলম ওহাবুল, প্রকাশক: মোঃ বখতিয়ার ঈবনে জীবন, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: চিলাহাটি, নীলফামারী। যোগাযোগ: +৮৮০ ০১৭১৮৩২৪৭৮৬ E-mail: infobanglarawaz@gmail.com

প্রিন্ট করুন