নবীগঞ্জে ধর্ষণ মামলার পলাতক আসামী গ্রেফতার!

স্বপন রবি দাস,জেলা প্রতিনিধি:
প্রকাশের সময়: শনিবার, ১ জুন, ২০২৪ । ৯:৩০ অপরাহ্ণ

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলা নারী ও শিশু ধর্ষণ মামলার পলাতক আসামী আব্দুস ছামাদ (১৯)কে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল(৩১মে) শুক্রবার রাতে নবীগঞ্জ উপজেলার রুস্তমপুর গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রফতার করা হয়।

জানা যায়, নবীগঞ্জ থানার মামলা নং-০১ (০১জুন২০২৪) ধারা-নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৭/৯(১) এর এজাহারনামীয় একটি মামলা রয়েছে। নারী ও শিশু মামলার আসামীকে গ্রেফতার করেতে পেরেছে নবীগঞ্জ থানা পুলিশ। নারী ও শিশু ধর্ষণ মামলার আসামী নবীগঞ্জ উপজেলার রুস্তমপুর গ্রামের
মৃত আনোয়ার মিয়ার ছেলে।

নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মাসুক আলী দিকনির্দেশনা ও গোপলা পুলিশ পাড়ির এসআই/সোহাগ ফরিক নেতৃত্বে একদল পুলিশ রুস্তমপুর গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে।

নারী ও শিশু মামলার বিষয়টি নিশ্চিত করেছেন নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো: মাসুক আলী। তিনি বলেন, নারী ও শিশু মামলার আসামীকে আজ সকালে হবিগঞ্জ জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

প্রধান সম্পাদক: মোঃ তোজাম্মেল হোসেন মঞ্জু, নির্বাহী সম্পাদক: মোঃ মাহাবুবুল আলম ওহাবুল, প্রকাশক: মোঃ বখতিয়ার ঈবনে জীবন, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: চিলাহাটি, নীলফামারী। যোগাযোগ: +৮৮০ ০১৭১৮৩২৪৭৮৬ E-mail: infobanglarawaz@gmail.com

প্রিন্ট করুন