
ময়মনসিংহের নান্দাইলে ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন-২০২৪ এর ৪র্থ ধাপের শেষ মুহুর্তে আনারস প্রতীকের উপজেলা চেয়ারম্যান প্রার্থী উপজেলা আওয়ামীলীগের সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক, সাবেক তিন বারের ইউপি চেয়ারম্যান মো. এমদাদুল হক ভূইয়ার নির্বাচনী প্রচারণা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সন্ধ্যায় বাশঁহাটি বাজার হতে নান্দাইল চৌরাস্তা গোল চত্বর হয়ে নান্দাইল রোড বাজার পর্যন্ত আনারস প্রতীকের বিশাল মিছিলের নেতৃত্ব দেন আনারস প্রার্থীর সমর্থক ইউপি সদস্য মো. রতন ভূইয়া ও চেয়াম্যান প্রার্থীর ভাই আওয়ামীলীগ নেতা আজিজুল হক ভূইয়া।
উক্ত প্রচারণা মিছিলে দলীয় নেতাকর্মী সহ সাধারণ জনগণ ও ভোটারগণ উপস্থিত ছিলেন।