দুর্দান্ত বোলিংয়ে নেপালকে অল্পতেই রুখে দিলো নেদারল্যান্ডস

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বুধবার, ৫ জুন, ২০২৪ । ১২:০৯ পূর্বাহ্ণ

বিশ্বকাপে গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচের নেদারল্যান্ডসের বিপক্ষে মাঠে নেমেছ নেপাল। এই ম্যাচে আগে ব্যাট করে ডাচদের মাত্র ১০৭ রানের লক্ষ্য দিয়েছে নেপাল।
মঙ্গলবার (৪ জুন) টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো হয়নি নেপালের। ৮ বলে ৪ রান করে শুরুতেই সাজঘরে ফেরেন আসিফ শেখ। ১০ বলে ৭ রান করে তাকে সঙ্গ দেন আরেক ওপেনার কুশল ভুর্টেল।

তৃতীয় উইকেটে রোহিত পাউডেলকে সঙ্গে নিয়ে রান তোলার চেষ্টা করলেও ইনিংস বড় করতে পারেননি আনিল শাহ। ১২ বলে ১১ রান করেন তিনি।
এরপর কুশল মাল্লা (৯) এবং দীপেন্দ্র সিং আইরি ১ রানে আউট হলে দলীয় ৫৩ রানে ৫ উইকেট হারিয়ে চাপে পড়ে নেপাল। তবে এক প্রান্ত আগলে রেখে লড়াই করতে থাকেন রাহুল পাউডেল। সোমপাল কামি শূন্য রানে আউট হলে ৩৭ বলে ৩৫ রান করে তাকে সঙ্গ দেন নেপাল অধিনায়ক।
শেষ দিকে কারান কেসি (১৭), গুলসান ঝা (১৪) এবং শূন্য রান করে অবিনাশ বোহারা আউট হলে ৪ বল হাতে থাকতেই ১০৬ রানে অলআউট হয় নেপাল।
নেদারল্যান্ডসের হয়ে টিম প্রিঙ্গেল ও লরগান ফন বিক তিন করে উইকেট শিকার করেন। এ ছাড়াও পল ফন মিকিরেন ও বাস ডি লিডে দুটি করে উইকেট নেন।

প্রধান সম্পাদক: মোঃ তোজাম্মেল হোসেন মঞ্জু, নির্বাহী সম্পাদক: মোঃ মাহাবুবুল আলম ওহাবুল, প্রকাশক: মোঃ বখতিয়ার ঈবনে জীবন, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: চিলাহাটি, নীলফামারী। যোগাযোগ: +৮৮০ ০১৭১৮৩২৪৭৮৬ E-mail: infobanglarawaz@gmail.com

প্রিন্ট করুন