নান্দাইলে উপজেলা পরিষদ নির্বাচনে বেসরকারিভাবে প্রাপ্ত ফলাফলে চেয়ারম্যান পদে জয় লাভ করেছেন আমিনুল ইসলাম শাহান।

কামরুল হাসান লিটন (ময়মনসিংহ)
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৬ জুন, ২০২৪ । ১:৩৪ অপরাহ্ণ

ময়মনসিংহের নান্দাইলে উপজেলা পরিষদ নির্বাচনে বেসরকারিভাবে প্রাপ্ত ফলাফলে চেয়ারম্যান পদে জয় লাভ করেছেন আমিনুল ইসলাম শাহান। তিনি দোয়াত কলম প্রতীকে ৪৬ হাজার ৪৩৬ ভোট পেয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আনারস প্রতীকের এমদাদুল হক ভুইয়া পেয়েছেন ২৯ হাজার ৬৮৭ ভোট। মোট ১৬ হাজার ৭৪৯ ভোট বেশি পেয়ে পাশ করেন দোয়াত কলমের প্রার্থী।

প্রসঙ্গত, বুধবার (৫ জুন) নান্দাইল উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেন ৩ জন প্রার্থী। তাদের সবাই আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত।

প্রধান সম্পাদক: মোঃ তোজাম্মেল হোসেন মঞ্জু, নির্বাহী সম্পাদক: মোঃ মাহাবুবুল আলম ওহাবুল, প্রকাশক: মোঃ বখতিয়ার ঈবনে জীবন, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: চিলাহাটি, নীলফামারী। যোগাযোগ: +৮৮০ ০১৭১৮৩২৪৭৮৬ E-mail: infobanglarawaz@gmail.com

প্রিন্ট করুন