
গত ২১ মে ২০২৪ ইং অনুষ্ঠিত গৌরীপুর উপজেলা পরিষদ নির্বাচনে বিপুল ভোটে পুনরায় উপজেলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন মোঃ সোহেল রানা। সাধারণত প্রার্থীরা নির্বাচনে পূর্বে জনগণের কাছে ছুটে যান৷ কিন্তু সোহেল রানা এই ক্ষেত্রে ব্যতিক্রম। নির্বাচনের পরেও তিনি জনগণের সাথে নিয়মিত দেখা করেন। তারই ধারাবাহিকতায় গতকাল সিধলা ইউনিয়নের সাধারণ মানুষের কাছে ছুটে যান তিনি। সিধলা ইউনিয়নের বিভিন্ন বাজারে জনগণের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এ সময় সোহেল রানা বলেন, “আপনারা আমাকে বিপুল ভোটে নির্বাচিত করেছেন, আমি আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। আমার জানা মতে ময়মনসিংহ জেলার কোনো উপজেলা ভাইস চেয়ারম্যান দুইবার নির্বাচিত হতে পারেননি কিন্তু আপনারা আমাকে যোগ্য মনে করেছেন। দোয়া করবেন আপনাদের এই সম্মান যেন রাখতে পারি। আপনাদের ভালোবাসা যেন ধরে রাখতে পারি। আপনাদের প্রয়োজনে আমাকে সবসময় পাশে পাবেন। আপনার সাধ্যমতো আপনাদের জন্য কাজ করে যাবো। আমার জন্য দোয়া করবেন। এলাকার যেকোনো দুর্ঘটনা ঘটলে বা কেউ মারা গেছে আমাকে জানাবেন, আমি আসবো ইনশাআল্লাহ।”
সাধারণের কাছে সোহেল রানা এক আস্থার জায়গা। গত ৫ বছর তিনি ভাইস চেয়ারম্যান হিসেবে মানুষের মন জয় করে নিয়েছেন। জনগণের দাবি, যেকোনো দাওয়াত ও জানাযার নামাজ সোহেল রানা নিজ দায়িত্বে চলে আসতো। ভাইস চেয়ারম্যান এর যে খুব বেশি কাজ করার সুযোগ থাকে না, তা সাধারণ মানুষও জানে। তাই সাধারণ মানুষের চাওয়া। এভাবেই যেন, তাদের পাশে থাকেন সোহেল।
উল্লেখ্য যে, মোঃ সোহেল রানা পালকী মার্কা নিয়ে নির্বাচন করে ৪২৫০৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। এছাড়া চশমা প্রতীক নিয়ে মোঃ জহুরুল হুদা পেয়েছেন ২৯০২৩ ভোট, টিউবওয়েল প্রতীক নিয়ে মাহবুবুর রহমান পেয়েছেন ১৯০২৩ ভোট এবং মাইক প্রতীক নিয়ে হারুন অর রশিদ পেয়েছেন ১৮৩২০ ভোট।