সৌদিতে ঈদের চাঁদ দেখা গেছে

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শুক্রবার, ৭ জুন, ২০২৪ । ১২:২৪ অপরাহ্ণ

সৌদি আরবে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। বৃহস্পতিবার সন্ধ্যায় দেশটির আকাশে এ চাঁদ দেখা গেছে। ফলে দেশটিতে আগামী ১৬ জুন রোববার পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে। সেই হিসাবে বাংলাদেশে পরদিন ১৭ জুন পালিত হবে ঈদ। খবর খালিজ টাইমসের।

সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, আজ সন্ধ্যায় জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। আর আগামীকাল জিলহজ মাসের প্রথম দিন। এর মানে হলো সৌদি আরবে আগামী ১৬ জুন রোববার ঈদুল আজহার প্রথম দিন হবে।

এর আগে বুধবার পবিত্র কুরবানি কবে তা নির্ধারণে জিলহজ মাসের চাঁদ দেখার জন্য নাগরিকদের আহ্বান জানিয়েছিল সৌদি আরব। বুধবার দেশটির সুপ্রিমকোর্ট এক বিবৃতিতে এ আহ্বান জানায়।

জিলহজ মাসের চাঁদ দেখার মধ্য দিয়ে মুসলিমদের দ্বিতীয় বড় উৎসব পবিত্র ঈদুল আজহার দিনক্ষণ নির্ধারণ করা হয়। তাই আজ চাঁদ দেখা যাওয়ায় আগামী ১৬ জুন পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে এবং ১৫ জুন হবে আরাফার দিন।

প্রধান সম্পাদক: মোঃ তোজাম্মেল হোসেন মঞ্জু, নির্বাহী সম্পাদক: মোঃ মাহাবুবুল আলম ওহাবুল, প্রকাশক: মোঃ বখতিয়ার ঈবনে জীবন, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: চিলাহাটি, নীলফামারী। যোগাযোগ: +৮৮০ ০১৭১৮৩২৪৭৮৬ E-mail: infobanglarawaz@gmail.com

প্রিন্ট করুন