
দৈনিক সূর্যদয় পত্রিকায় বগুড়া জেলা রিপোর্টার সাংবাদিক জয় ফেমাস সাদ্দাম বগুড়া সংবাদ দাতা আইডি নাম্বার ২০২৩-২৪১ আজ রাত ১০:৩০ ঘটিকায় বগুড়া হকার্স মার্কেট দোকানে কিছু সন্ত্রাস চাদাবাজি চালায় এই সময় দৈনিক সূর্যদয় পত্রিকার জয় ফেমাস সাদ্দামকে জরুরি ভিত্তিতে কিছু লোক খবর দেয় তিনি সেখানে উপস্থিত হয়ে দেখেন ঘটনা মিথ্যা, সেখান থেকে ফিরে আসার সেই বগুড়া হকার্স মার্কেটের কিছু সন্ত্রাস তাকে হামলা চালায় এবং সেখানে তাকে ছুরি দিয়ে আঘাত প্রাপ্ত করা হয়। ঘটনাস্থল থেকে তাকে জিয়াউর রহমান মেডিকেল হাসপাতালে আনা হয়। সেখানে রাত ১১:৩০ টায় ডাক্তার না থাকার কারনে তার নায্য চিকিৎসা হচ্ছে না। সরকারি হাসপাতালে রাতের ডিউটি দেওয়া হোক ডাক্তারদের। প্রতি ওয়াডে অন্তত একজন করে ডাক্তার দেওয়া হোক। চিকিৎসার অভাবে যদি কোন রোগী মারা যায় তাহলে সরকার কি সেই রোগীর জীবন ফিরিয়ে দিতে পারবে? আজ আমি জয় ফেমাস সাদ্দাম এই সমস্যার সম্মুখীন হয়েছি। সরকারের কাছে বিশেষ অনুরোধ সরকারি হাসপাতাল গুলোতে বিশেষ ভাবে নজর দেওয়া হোক।