সখিপুরে চেয়ারম্যান সাইদ আজাদ,ভাইস চেয়ারম্যান শিবলী সাদিক ও আখিঁ আতাউর

মোঃ হাফিজুর রহমান
প্রকাশের সময়: শুক্রবার, ৭ জুন, ২০২৪ । ৬:২২ অপরাহ্ণ

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে চতুর্থ ধাপে টাঙ্গাইলের সখীপুরে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আনারস প্রতীক নিয়ে অধ্যক্ষ সাঈদ আজাদ। এছাড়া চশমা প্রতীক নিয়ে শিবলি সাদিক ভাইস চেয়ারম্যান এবং ফুটবল প্রতীক নিয়ে আঁখি আতাউর মহিলা ভাইস চেয়ারম্যান হয়েছেন।
বুধবার (৫ জুন) সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়ে শেষ হয় বিকেল ৪টায়।
বেসরকারিভাবে ঘোষিত ফলাফলে অধ্যক্ষ সাঈদ আজাদ আনারস প্রতীকে মোট ৩৭ হাজার ৭৯১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বঙ্গবীর কাদের সিদ্দিকীর কৃষক-শ্রমিক জনতা লীগ মনোনীত প্রার্থী সানোয়ার হোসেন সজিব গামছা প্রতীকে পেয়েছেন ১৯ হাজার ৪১২ ভোট।
৩৮ হাজার ৭২৯ ভোট পেয়ে ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন উপজেলা আওয়ামী লীগের সদস্য শিবলি সাদিক। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাবেক ভাইস চেয়ারম্যান কাজী বাদল পেয়েছেন ২১ হাজার ৯৮৪।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে ফুটবল প্রতীকে কৃষক শ্রমিক জনতা লীগের মহিলাবিষয়ক সম্পাদক আঁখি আতাউর ৪৪ হাজার ২৬৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রওশন আরা আক্তার রিতা পেয়েছেন ২৪ হাজার ৩৩০ ভোট।
চেয়ারম্যান পদে অন্য প্রার্থীদের মধ্যে সাবেক দুইবারের উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের বর্তমান সভাপতি শওকত শিকদার ১৫ হাজার ৯৭৯ ভোট পেয়ে তৃতীয় অবস্থানে আছেন।

প্রধান সম্পাদক: মোঃ তোজাম্মেল হোসেন মঞ্জু, নির্বাহী সম্পাদক: মোঃ মাহাবুবুল আলম ওহাবুল, প্রকাশক: মোঃ বখতিয়ার ঈবনে জীবন, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: চিলাহাটি, নীলফামারী। যোগাযোগ: +৮৮০ ০১৭১৮৩২৪৭৮৬ E-mail: infobanglarawaz@gmail.com

প্রিন্ট করুন