কুমিল্লা বিবিরবাজার ইমিগ্রেশন পুলিশ চেকপোস্টে নবনির্মিত ইমিগ্রেশন কমপ্লেক্স ও স্যুভেনির কর্নার-এর শুভ উদ্বোধন

মো লুৎফুর রহমান রাকিব কুমিল্লা জেলা প্রতিনিধি
প্রকাশের সময়: শুক্রবার, ৭ জুন, ২০২৪ । ৬:৩৫ অপরাহ্ণ

কুমিল্লা বিবিরবাজার ইমিগ্রেশন পুলিশ চেকপোস্টে নবনির্মিত ইমিগ্রেশন কমপ্লেক্স ও স্যুভেনির কর্নার-এর শুভ উদ্বোধন করেন স্পেশাল ব্রাঞ্চের মাননীয় অতিরিক্ত আইজিপি (গ্রেড-১)জনাব মো: মনিরুল ইসলাম, বিপিএম (বার), পিপিএম (বার) মহোদয়। বিবিরবাজার ইমিগ্রেশন পুলিশ চেকপোস্টে আগত অসুস্থ ও শারীরিক প্রতিবন্ধীদের ভারত সীমান্ত পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য একটি নতুন অটো রিক্সা সংযুক্ত করা হয়।

এসময় তিনি সাংবাদিকবৃন্দের সাথে মতবিনিময় করেন এবং তাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। পরে বিবিরবাজার ইমিগ্রেশন চেকপোস্টের পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন অতিরিক্ত আইজিপি (গ্রেড-১)মহোদয়।

নবনির্মিত নবনির্মিত ইমিগ্রেশন কমপ্লেক্স ও স্যুভেনির কর্নারটি চট্টগ্রাম রেঞ্জের মান্যবর ডিআইজি জনাব নুরেআলম মিনা, বিপিএম(বার), পিপিএম মহোদয়ের পৃষ্ঠপোষকতায় পুলিশ সুপার জনাব আব্দুল মান্নান, বিপিএম(বার) এর সার্বিক পরিকল্পনায় নির্মিত হয়েছে।

এসময় চট্টগ্রাম রেঞ্জের মান্যবর ডিআইজি জনাব নুরেআলম মিনা, বিপিএম(বার), পিপিএম মহোদয়সহ বিভিন্ন জেলা থেকে আগত ঊর্ধ্বতন কর্মকর্তাগণ সহ কুমিল্লা জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

প্রধান সম্পাদক: মোঃ তোজাম্মেল হোসেন মঞ্জু, নির্বাহী সম্পাদক: মোঃ মাহাবুবুল আলম ওহাবুল, প্রকাশক: মোঃ বখতিয়ার ঈবনে জীবন, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: চিলাহাটি, নীলফামারী। যোগাযোগ: +৮৮০ ০১৭১৮৩২৪৭৮৬ E-mail: infobanglarawaz@gmail.com

প্রিন্ট করুন