টাঙ্গাইলের ধনবাডী ঝোপনা-সয়ার একমাত্র ঐতিহ্যবাহী সৌভাগ্যের কাঁচা সড়ক।

মোঃ দেলোয়ার হোসেন, টাঙ্গাইল:
প্রকাশের সময়: শনিবার, ৮ জুন, ২০২৪ । ৫:২৬ অপরাহ্ণ

সৌভাগ্য বলছি এই কারনে যে, এরকম জনবহুল কাঁচা সড়ক এখন যাদুঘর ছাড়া কোথাও পাওয়া যাবে না। দেশে এখন এমনও পাকা সড়ক আছে, যেখানে শুধু রাতের বেলায় শিয়াল যাতায়াত করে। কিন্তু দুর্ভাগ্য ঝোপনাবাসি এখনও পায়ে হেটে এই কাঁচা সড়ক দিয়ে চলাচল করে, তাও বর্ষাকালে মালকাছা দিয়ে হাটতে হয়। এই মুশুদ্দি ইউনিয়নে ঝোপনা- সয়ার সবচেয়ে বেশি সংখ্যক মানুষ আওয়ামীলীগ সমর্থন করে।

অথচ দীর্ঘদিন যাবত আওয়ামীলীগ সরকার ক্ষমতায় তারপরও আমাদের দিকে কারো দৃষ্টিপাত নাই। মন্ত্রী মহোদয় বার বার প্রতিশ্রুতি দেওয়ার পরেও এই সড়ক পাকা করনের কোন পদক্ষেপ নেওয়া হচ্ছে না, শুধু নদীর দোহাই দেওয়া হয়। কিন্তু ডিকশনারিতে নদী শাসন বলে একটা কথা আছে, সেটা সবাই ভুলে গিয়েছেন। অনেক যায়গায় নদী শাসন করে কাঁচা সড়ক পাকা করা হচ্ছে, আমাদের বেলায় শুধু অজুহাত কেন ? এ যেন বাতির নীচে অন্ধকার। আমরা ঝোপন-সয়াবাসি আর কোন অজুহাত শুনতে চাই না। তাই অতি সত্তর এই সড়ক পাকা করার জন্য জোর দাবি জানাচ্ছি।

প্রধান সম্পাদক: মোঃ তোজাম্মেল হোসেন মঞ্জু, নির্বাহী সম্পাদক: মোঃ মাহাবুবুল আলম ওহাবুল, প্রকাশক: মোঃ বখতিয়ার ঈবনে জীবন, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: চিলাহাটি, নীলফামারী। যোগাযোগ: +৮৮০ ০১৭১৮৩২৪৭৮৬ E-mail: infobanglarawaz@gmail.com

প্রিন্ট করুন