
জামালপুর শহরের গেইটপাড এলাকার একটি আবাসিক হোটেল থেকে ভূয়া পুলিশ পরিচয়ে তিন জনকে আটক করেছন পুলিশ । শনিবার ৮ জুন জামালপুর সদর থানায় অফিসার ইনচার্জ মুহাম্মদ মহব্বত কবীর নিশ্চিত করেছেন এই প্রতিবেদক কে। আটককৃতরা হলেন গাইবান্ধা জেলার জাকির হোসেন ওরফে ইমন চৌধুরী, সোহেল রানা ও হবিগঞ্জ জেলার সারফিন আহমেদ তানভীর।পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে ওই তিন ব্যক্তি জামালপুর আসা-যাওয়া করতেন। থাকতেন বিভিন্ন আবাসিক হোটেলে। পুলিশ পরিচয়ে তারা মানুষের কাছ থেকে চাঁদাবাজি করতেন। এবার কোথাও কোনো অপকর্ম করার আগেই পুলিশ তাদের আটক করেছে। এ সময় তাদের কাছে থেকে পুলিশের পোশাক, লোগো সংবলিত কটি, চাবির রিং, একটি পাসপোর্ট ও তিনটি মোবাইল উদ্ধার করা হয়।জামালপুর সদর থানার ওসি মুহাম্মদ মহব্বত কবীর বলেন, গোপন তথ্যের ভিত্তিতে তাদের আটক করা হয়। তারা জামালপুরে বিভিন্ন সময় হোটেলে অবস্থান করে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করতেন। এবার কিছু করার আগেই তাদের আটক করা হয়। তাদের বিরুদ্ধে মামলা করে আদালতে পাঠানো হয়। এর আগে শনিবার ভোরে শহরের পুরাতন পৌরসভার গেটপার এলাকার সেতুলী হোটেল থেকে তাদের আটক করা হয়েছে।