বাহুবলে এসএসসি উত্তীর্ণ ৬১ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

স্বপন রবি দাস জেলা প্রতিনিধি হবিগঞ্জ:
প্রকাশের সময়: রবিবার, ৯ জুন, ২০২৪ । ৯:৪৬ অপরাহ্ণ

হবিগঞ্জের বাহুবল উপজেলায় এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৯ জুন) সকাল ১১টায় উপজেলা পরিষদ হল রুমে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলার নবজাগরণ সামাজিক ও স্বেচ্ছাসেবী যুব সংগঠনের উদ্যোগে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। সংবর্ধনা অনুষ্ঠানে নবজাগরণ সামাজিক ও স্বেচ্ছাসেবী যুব সংগঠনের সভাপতি আমির আলীর সভাপতিত্বে ও সাজিদুর রহমান পাভেল সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন বাহুবল উপজেলা পরিষদের নব-নির্বাচিত ভাইস হাফেজ কামরুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন নব-নির্বাচিত মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ নাজমুন নাহার রীতা, নবজাগরণ সামাজিক ও স্বেচ্ছাসেবী যুব সংগঠনের প্রতিষ্ঠাতা ওলিউর রহমান ইমরান, মিরপুর বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের সভাপতি বাবু নিরঞ্জন শাহা নিরু, সাংবাদিক তাইনুছ আহমেদ, বাহুবল প্রেসক্লাবের প্রচার ও প্রকাশনা সম্পাদক এস এম টিপু সুলতান, রিজুনাল সেল্স ম্যানাজার লেকচার পাবলিকশনের (সিলেট) মোতাহের হোসেন, মাহবুবুল আলম, ফাতেমা নুরুল হক ইমামুল লতিফিয়া মাদ্রাসার পরিচালক ক্বারী মোহাম্মদ দেলোয়ার হোসেন প্রমুখ।

এসময় শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তারা বলেন, লেখাপড়ার মূল উদ্দেশ্য প্রকৃত মানুষ হয়ে ওঠা। তোমাদের মেধাকে কাজে লাগিয়ে দেশ ও মানুষের কল্যাণে অবদান রাখবে। একদিন তোমরাই হয়ে ওঠবে রাষ্ট্রযন্ত্রের মূল নাগরিক। সেই সঙ্গে মা-বাবার আদর্শকে অনুসরণ করে এগিয়ে যেতে হবে। সেই সঙ্গে ভালো ফলাফলের জন্য শিক্ষকদের অবদান আজীবন মনে রাখা দরকার।সংবর্ধনা অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে ৬১ জন কৃতি শিক্ষার্থীর হাতে সম্মননা স্মারক (ক্রেষ্ট) ও একটি করে গাছের ছারা উপহার তুলে দেন আমন্ত্রিত অতিথিরা।

প্রধান সম্পাদক: মোঃ তোজাম্মেল হোসেন মঞ্জু, নির্বাহী সম্পাদক: মোঃ মাহাবুবুল আলম ওহাবুল, প্রকাশক: মোঃ বখতিয়ার ঈবনে জীবন, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: চিলাহাটি, নীলফামারী। যোগাযোগ: +৮৮০ ০১৭১৮৩২৪৭৮৬ E-mail: infobanglarawaz@gmail.com

প্রিন্ট করুন