বরগুনার দুই উপজেলায় তৃতীয় ধাপে উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত

গোলাম রাব্বি (বরগুনা) প্রতিনিধি
প্রকাশের সময়: সোমবার, ১০ জুন, ২০২৪ । ৫:৫২ অপরাহ্ণ

সারাদেশে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে তৃতীয় ধাপে বরগুনার দুই উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয় ৯ জুন (রবিবার)। উজেলা রিটার্নিং অফিসার ও সহকারী ট্রেনিং অফিসার রোকনুজ্জামান খান এ ফলাফল ঘোষণা করেন।
পাথরঘাটা উপজেলা পরিষদ নির্বাচনে মোঃ এনামুল হোসাইন (দোয়াত কলম) প্রতীক প্রাপ্ত ২৩৯৯২ ভোট পেয়ে জয় লাভ করেন। নিকটতম প্রতিদ্বন্ধি প্রার্থী নুর আফরোজ হেপি (মটরসাইকেল) প্রতীকে ২২৫৩৯ ভোট পেয়ে হেরে যান।।দুই চেয়ারম্যান প্রার্থীর মধ্যে ভোটের ব্যবধান ছিল ১৪৫৩। ভাইস চেয়ারম্যান পদে (টিউবয়েল) প্রতীক ২৯৭২১ ভোট পেয়ে নির্বাচিত হন সৈয়দ মোঃ নাজেস নয়ন তার নিকটতম প্রতিদ্বন্ধি প্রার্থী শকত হাসান রমিম (মাইক) প্রতীক ২৫১৫৪ ভোট পেয়ে হেরে যান। মহিলা ভাইস চেয়ারম্যান পদে (ফুটবল) প্রতীক ২৮৯৮৬ ভোট পেয়ে নির্বাচিত হন নাজমুন নাহার, তার নিকটতম প্রতিদ্বন্ধি প্রার্থী নিলু রানী (প্রজাপতি) প্রতীক ১৪৬১৫ ভোট পেয়ে হেরে যান। বামনা উপজেলা পরিষদ নির্বাচনে মীজানুর রহমান (আনারস) প্রতীক ১৭৬৯৭ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হন এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্ব সাইতুল ইসলাম লিটু (ঘোড়া) প্রতীক ১০৮০৩ ভোট পেয়ে হেরে যান।দুই চেয়ারম্যান প্রার্থীর মধ্যে ভোটের ব্যবধান ছিল ৬৭৯৮। ভাইস চেয়ারম্যান পদে (উড়জাহাজ) প্রতীকে ২০৩৭৭ ভোট পেয়ে নির্বাচিত হন মোঃ জাকির হোসেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী (মাইক) প্রতীকে পেয়েছেন ৮১৩৭ ভোট, ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে মোসাঃ নাজমুন নাহার নাজু (কলস) প্রতীকে ২৩৭৩১ ভোট পেয়ে মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রুমী (হাঁস) প্রতীক ১০৯০৭ ভোট পেয়ে হেরে যান। গত কাল রবিবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ব্যালট এর মাধ্যমে এ ভোট গ্রহণ করা হয়। আর ভোট কাস্ট হয়েছে ৪৯.৩৫ শতাংশ।
প্রাপ্ত ভোট অনুযায়ী বেসরকারি ভাবে নির্বাচিত ঘোষনা করা হয়েছে।

প্রধান সম্পাদক: মোঃ তোজাম্মেল হোসেন মঞ্জু, নির্বাহী সম্পাদক: মোঃ মাহাবুবুল আলম ওহাবুল, প্রকাশক: মোঃ বখতিয়ার ঈবনে জীবন, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: চিলাহাটি, নীলফামারী। যোগাযোগ: +৮৮০ ০১৭১৮৩২৪৭৮৬ E-mail: infobanglarawaz@gmail.com

প্রিন্ট করুন