
পঞ্চগড় জেলা ফুটবল এসোসিয়েশনের আয়োজনে ২০ টাকা টিকেটের মাধ্যমে উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হয়। বিভাগীয় ফুটবল লীগের উদ্বোধনী ম্যাচ ৩-২ গোলে অমিমাংসীত ভাবে শেষ হয়েছে। মঙ্গলবার (২৫ জুলাই) পঞ্চগড় সিরাজুল ইসলাম স্টুডিয়াম এ খেলা উদ্বোধনী হয়। বিকেল অনুষ্ঠিত উদ্বোধনী ম্যাচ মুখোমুখি হয় রাজশাহী বনাম জয়পুরহাট । জয়পুরহাট হাট এর লাল সবুজ জার্সি এবং রাজশাহী এর নীল রঙের জার্সি পরিধান করেন ।
জয়পুরহাট এর ১০ নং জার্সি পরিহিত গাম্বিয়া থেকে আগত ছলেমান বিল্লাহ প্রথম গোল করেন। এবং প্রথমে পর জয়পুরহাট দুইটি গোল দেন, অতঃপর রাজশাহী তাদের গোল পরিশোধ করে আরো ১ টি গোল দিয়ে এগিয়ে থাকে রাজশাহী ৩ এবং জয়পুরহাট ২ গোল দেন রাজশাহী উদ্বোধনী ম্যাচ এ জয় করে সেমিফনাল ২১ জুন শুক্রবার বিকেল ৩.৩০ এ অনুষ্ঠিত । হবে আগামীকাল বুধবার (২৬ জুলাই) বিকেল ৪টায় মুখোমুখি হবে (ঠাকুরগাঁও বনাম কুষ্টিয়া )