
পবিত্র ঈদুল আজহার উপলক্ষে সাভারের সর্বস্তরের জনগন, ব্যবসায়ী, রাজনৈতিক অঙ্গনের সকল নেতাকর্মীদের ঈদের শুভেচ্ছা জানিয়েছেন সাভার থানা তাঁতী লীগ সভাপতি মোঃ আবু সাঈদ
আজ এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, ঈদুল আযহা ত্যাগের মহিমায় সমুজ্জ্বল। আমাদেরকে কোরবানির তাৎপর্য এবং মর্মার্থ অনুধাবন করে সমাজে শান্তি, কল্যাণের পথ রচনা করতে হবে। আর এ জন্য সকলকে সংযম ও ত্যাগের মানসিকতায় উজ্জীবিত হওয়ার কোনো বিকল্প নেই।
পবিত্র ঈদুল আজহার উপলক্ষ্যে সকলের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন। দূরে নয় হৃদয়ে সবই এক আপনজন। এ কথা স্মরণ হোক খুশীর প্রতিটি পলকে। ঈদ মোবারাক।
তিনি আরো বলেন, ঈদ সাম্য, মৈত্রী ও মানবতার বন্ধনে আবদ্ধ করে সব মানুষকে। সমাজে শান্তি, সম্প্রীতি ও সৌহার্দ্য ফুটিয়ে তুলতে এই উৎসব চিরায়ত ভূমিকা রেখে আসছে।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ ও জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে একটি সুখী, সমৃদ্ধ, অসাম্প্রদায়িক ও সন্ত্রাস-জঙ্গীবাদ মুক্ত জাতি গঠনে সর্বক্ষেত্রে পবিত্র ঈদুল আজহার শিক্ষার প্রতিফলন ঘটাতে সকলের প্রতি আহবান জানান তিনি।