ভাঙ্গায় বিল থেকে অজ্ঞাত নারীর অর্ধগলিত লাশ উদ্ধার

মোঃ রিপন শেখ ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি :
প্রকাশের সময়: বুধবার, ২৬ জুন, ২০২৪ । ৮:৫৬ অপরাহ্ণ

ফরিদপুরের ভাঙ্গায় বিলের ভিতর থেকে অজ্ঞাত নারীর( ২৩আনুমান) লাশ উদ্ধার করেছে ভাঙ্গা থানা পুলিশ। বুধবার (২৬ জুন) সকাল ১২টায় দিকে ভাঙ্গা থানা পুলিশ নুরুল্লাগঞ্জ ইউনিয়নের ফুকুরহাটি গ্রামের বিলের ভিতরের কাশবন থেকে এ-ই অজ্ঞাত লাশটি উদ্ধার করেছে পুলিশ।

খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) ও অফিসার ইনচার্জ মামুন আল রশিদ ঘটনাস্থল পরিদর্শন করে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, বুধবার সকালে কৃষকরা মাঠে কাজ করতে গিয়ে বিশ্রি গন্ধ পায়। এরপর তারা কাশবনের ভিতর লাশ দেখতে পেলে। বিষয়টি ভাঙ্গা থানা পুলিশকে জানানো হয়। পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে। লাশের শরীরের অধিকাংশ জায়গার মাংস খসে গেছে। লাশটির সাথে নীল রঙের থ্রি পিস ও ওড়না রয়েছে।

ভাঙ্গা থানার উপ- পরিদর্শক অমিয় মজুমদার বলেন, লাশটি পচা গলা। ধারনা করা হচ্ছে লাশটি কোনো নারীর। লাশ ময়নাতদন্তের জন্য ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে।

প্রধান সম্পাদক: মোঃ তোজাম্মেল হোসেন মঞ্জু, নির্বাহী সম্পাদক: মোঃ মাহাবুবুল আলম ওহাবুল, প্রকাশক: মোঃ বখতিয়ার ঈবনে জীবন, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: চিলাহাটি, নীলফামারী। যোগাযোগ: +৮৮০ ০১৭১৮৩২৪৭৮৬ E-mail: infobanglarawaz@gmail.com

প্রিন্ট করুন