
ময়মনসিংহ বিভাগের উপজেলা পরিষদ নির্বাচনে ৪র্থ ধাপে নির্বাচিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।
২৬ জুন বুধবার সকাল ১১ টায় এডভোকেট তারেক স্মৃতি অডিটোরিয়াম টাউন হল ময়মনসিংহে নির্বাচিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের শপথ গ্রহণ অনুষ্ঠান পরিচালনা করেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার উম্মে সালমা তানজিয়া।
এদিকে নান্দাইল উপজেলা পরিষদ নির্বাচনে বিজয়ী উন্নয়নের ধারক বাহক
নান্দাইল বাসীর প্রিয় নেতা উপজেলা আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক নির্বাচিত উপজেলা চেয়ারম্যান মোঃ আমিনুল ইসলাম শাহান । ভাইস চেয়ারম্যান
উপজেলা জাতীয় শ্রমিক লীগের আহ্বায়ক মোঃ শফিউল আলম রাসেল, মহিলা ভাইস চেয়ারম্যান
উপজেলা মহিলা লীগের আহ্বায়ক মোছাঃ তাছলিমা আক্তার তামান্না
শপথ গ্রহণ করেন।
ময়মনসিংহ থেকে নান্দাইল সীমান্তে পৌঁছালে শত শত নেতাকর্মী মোটর শোভাযাত্রায় ফুলেল সংবর্ধনা দিয়ে প্রিয় নেতৃবৃন্দকে বরণ করে নেন।