
নীলফামারী জেলার চিলাহাটি হাইস্কুল মাঠে হাজার হাজার অসহায় হতদরিদ্র মানুষের মাঝে বিনামূল্যে কোরবানির মাংস বিতরণ করা হয়েছে । পবিত্র ঈদুল আযহা-২৪ উপলক্ষে ১৮ জুন সকাল ১০টা হতে বিকেল ৪টা পর্যন্ত একটি স্বেচ্ছাসেবী সংগঠন সোশ্যাল এজেন্সি ফর ওয়েলফেয়ার এ্যাডভেসমেন্ট ইন বাংলাদেশ (সওয়াব) এর সহযোগিতায় সংস্থাটির ডোমার উপজেলার আঞ্চলিক স্বেচ্ছাসেবী মোকাদ্দেস হোসেনের মাধ্যমে খুঁটে খুঁটে বের করে নিয়ে আসা হতদরিদ্র ও অসহায় মানুষদের মাঝে বিতরণ করেন ৩০ টি গরুর কোরবানির মাংস। বিতরণকালে উপস্থিত ছিলেন সুদূর তুরস্ক থেকে আগত প্রতিনিধি ডক্টর ওমর, সংস্থাটির ডেপুটি ম্যানেজার খোরশেদ আলম, অ্যাসিস্টেন্ট ম্যানেজার সিরাজুল ইসলাম, প্রোগ্রাম অফিসার বোরহান উদ্দিন, ও স্থানীয়দের মধ্যে ডোমার উপজেলা পরিষদের চেয়ারম্যান সরকার ফারহানা আখতার সুমি, ভোগডাবুড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রিয়াজুল ইসলাম কালু, চিলাহাটি আঞ্চলিক উন্নয়ন প্রস্তাবনা পরিষদের সভাপতি আহসানুল কবীর জুয়েল, কামরুল আহসান লিজন, চিলাহাটি প্রেসক্লাবের সহ-সভাপতি এ আই পলাশ প্রমুখ। সে সময় উপস্থিত থাকা চিলাহাটি প্রেসক্লাবের সভাপতি ও ” দৈনিক আলোকিত সকাল পত্রিকার ” চিলাহাটি প্রতিনিধি সংবাদ সংগ্ৰহকালে উপলব্ধি করেন, যে সকল অসহায় হতদরিদ্র পুরুষ ও মহিলা ( সওয়াব ) সংস্থাটির মাধ্যমে মাংস পেয়ে স্থান ত্যাগ করছেন তাদের চোখে- মুখে হাসি ও আনন্দের যে বহিঃপ্রকাশ দেখা গিয়েছিল তাতে মনে হচ্ছিলো তারা যেন কতকাল ধরে মাংস খায়নি, তারাও যে ঈদের খুশি উপভোগ করতে পারে হাসতে পারে তারই বাস্তব চিত্র উপহার দিয়েছেন ( সওয়াব )।