নোয়াখালী সদরে নবাগত এসিল্যান্ডের যোগদান

রাসেদ বিল্লাহ চিশতীঃ
প্রকাশের সময়: শনিবার, ২৯ জুন, ২০২৪ । ৭:৪০ অপরাহ্ণ

নোয়াখালী সদর উপজেলাতে যোগদান করছেন নবাগত সহকারী কমিশনার (ভূমি) শাহনেওয়াজ তানভীর ।নবাগত এসিল্যান্ডকে নিজ কর্মস্থল উপজেলা ভূমি কার্যালয়ে কর্মকর্তা ও কর্মচারীরা ফুলেল শুভেচছা ও স্বাগত জানিয়েছে।

গত (২৩ জুন ২০২৪ইং) রবিবার তিনি উপজেলা ভূমি অফিসে যোগ দিয়ে দায়িত্ব গ্রহণ করেন। নবাগত এসিল্যান্ডকে নিজ কর্মস্থলে কর্মরত সব কর্মকর্তাদের সঙ্গে পরিচয় করিয়ে দেন সদর উপজেলা ইউএনও আখিনূর জাহান নীলা। এসময় ইউএনও নবাগত এসিল্যান্ডকে ফুল দিয়ে শুভেচ্ছা জানায়। এর আগে উপজেলা ভূমি কার্যালয়ে সাবেক সহকারী কমিশনার (ভূমি) বায়েজিদ বিন আখন্দকে এক বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়।

নবাগত সহকারী কমিশনার (ভূমি) শাহনেওয়াজ তানভীর চাঁদপুর জেলার সন্তান বলে জানা যায়। তিনি চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে থেকে গ্রাজুয়েশন শেষ করে ৩৮তম বিসিএস প্রশাসন ক্যাডার হিসেবে চাকরিতে যোগদান করেন। নোয়াখালী সদরে সহকারী কমিশনার, ভূমি পদে যোগ দানের আগে তিনি সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয়ে দায়িত্ব পালন করেন।

প্রধান সম্পাদক: মোঃ তোজাম্মেল হোসেন মঞ্জু, নির্বাহী সম্পাদক: মোঃ মাহাবুবুল আলম ওহাবুল, প্রকাশক: মোঃ বখতিয়ার ঈবনে জীবন, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: চিলাহাটি, নীলফামারী। যোগাযোগ: +৮৮০ ০১৭১৮৩২৪৭৮৬ E-mail: infobanglarawaz@gmail.com

প্রিন্ট করুন