হড্যা মামলার আসামি উপজেলা চেয়ারম্যান কারাগারে

শাহ আলী বাচ্চু জামালপুর জেলা প্রতিনিধিঃ
প্রকাশের সময়: মঙ্গলবার, ২ জুলাই, ২০২৪ । ১১:৪৬ পূর্বাহ্ণ

জামালপুরের মাদারগঞ্জে সার ব্যবসায়ী নওশের আলী হত্যা মামলায় মাদারগঞ্জের নব নির্বাচিত উপজেলা চেয়ারম্যান রায়হান রহমতুল্লাহ রিমু’র জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরণ করেছেন জামালপুর জেলা জজ আদালত।
সোমবার (১ জুলাই) বিকেলে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাসুদ পারভেজ এই আদেশ দেন।
গত ২০২০ সালের ২৫ এপ্রিল সন্ধ্যায় মাদারগঞ্জের বালিজুডি বাজারে সন্ত্রাসীদের হামলায় আহত হয় সার ব্যবসায়ী নওশের আলী। পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় তিনি। নওশের আলী হত্যা মামলায় তৃতীয়বারের মত চার্জশিটে রায়হান রহমতুল্লাহ রিমুকে আসামি করা হয়। উক্ত মামলায় উচ্চ আদালতের জামিনের সময় শেষে সোমবার জামালপুর জেলা জজ আদালতে হাজির হলে পুনরায় জামিন না মঞ্জুর করে রিমুকে কারাগারে পাঠানো হয়। এর আগে উচ্চ আদালতের নির্দেশে ৬ সপ্তাহের জামিনে ছিলো রিমু। অপর দিকে নব নির্বাচিত চেয়ারম্যানকে কারাগারে পাঠানোর প্রতিবাদে ও জামিনের দাবিতে মাদারগঞ্জে রাস্তা অবরোধ করে তার ভক্ত সমর্থকরা। তাকে মুক্তি না দিলে লাগাতার অবরোধের ঘোষনাও দেন তারা।

প্রধান সম্পাদক: মোঃ তোজাম্মেল হোসেন মঞ্জু, নির্বাহী সম্পাদক: মোঃ মাহাবুবুল আলম ওহাবুল, প্রকাশক: মোঃ বখতিয়ার ঈবনে জীবন, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: চিলাহাটি, নীলফামারী। যোগাযোগ: +৮৮০ ০১৭১৮৩২৪৭৮৬ E-mail: infobanglarawaz@gmail.com

প্রিন্ট করুন