সারাদেশে ১০৪ এইচএসসি পরীক্ষার্থীর জামিন

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: রবিবার, ৪ আগস্ট, ২০২৪ । ২:১৫ অপরাহ্ণ

কোটাবিরোধী আন্দোলনের সাথে সম্পৃক্ত থাকায় অভিযোগে সারাদেশ থেকে গ্রেপ্তার ১০৪ এইচএসসি পরীক্ষার্থী জামিন পেয়েছেন। শনিবার সন্ধ্যায় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়ে আইন মন্ত্রণালয়।
মন্ত্রণালয়ের তথ্যে জানা গেছে, ঢাকা বিভাগে ৫৫ জন, চট্টগ্রাম বিভাগে ৮ জন, সিলেট বিভাগে ৬ জন, রাজশাহী বিভাগে ১৫ জন, খুলনা বিভাগে ৪ জন, রংপুর বিভাগে ১২ জন ও ময়মনসিংহ বিভাগে ৪ জনসহ মোট ১০৪ জন পরীক্ষার্থী জামিন পেয়েছে।
এর আগে শুক্রবার দেশের বিভিন্ন আদালত থেকে ৭৮ জন এইচএসসি পরীক্ষার্থী জামিন পেয়েছেন।
এদের মধ্যে ঢাকা বিভাগের ৫৫ জন, চট্টগ্রাম বিভাগের ১৪ জন, খুলনা বিভাগের ৬ জন ও রংপুর বিভাগের ৩ জন রয়েছেন।

প্রধান সম্পাদক: মোঃ তোজাম্মেল হোসেন মঞ্জু, নির্বাহী সম্পাদক: মোঃ মাহাবুবুল আলম ওহাবুল, প্রকাশক: মোঃ বখতিয়ার ঈবনে জীবন, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: চিলাহাটি, নীলফামারী। যোগাযোগ: +৮৮০ ০১৭১৮৩২৪৭৮৬ E-mail: infobanglarawaz@gmail.com

প্রিন্ট করুন