
সাংবাদিকদের ওপর হামলা ও শারিরীক নিগ্রহের প্রতিবাদে মানববন্ধন করেছে পঞ্চগড় রিপোর্টার্স ইউনিটি।
বুধবার দুপুরে পঞ্চগড় শহরের ট্রাফিক পয়েন্টে অনুষ্ঠিত এই মানববন্ধনে পঞ্চগড় প্রেসক্লাব, অনলাইন প্রেসক্লাবসহ সাংবাদিকদের অন্যান্য সংগঠনের নেতৃবৃন্দও অংশ নেন।
মানববন্ধনে সাংবাদিক নেতারা বলেন, সাংবাদিকরা রাষ্ট্রের দর্পন। পেশাগত কাজে সাংবাদিকদের ওপর হামলা, মামলা, হয়রানি বন্ধ না হলে গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করতে পারবে না। সাংবাদিকরা অনিয়ম দুর্নীতির চিত্র তুলে ধরলে হামলা, গুম, খুনের মাধ্যমে গণমাধ্যমের টুঁটি চেপে ধরতে চায় অশুভ চক্র।
মানববন্ধনে বক্তব্য রাখেন, পঞ্চগড় ইউনিটের সিনিয়র রিপোটারবৃন্দ।
মানববন্ধন থেকে সকল সিনিয়র সাংবাদিকগুলো বক্তব্য রাখেন এবং বলেন সাংবাদিক দের উপর হামলাকারীদের গ্রেপ্তার করে বিচারের আওতায় আনতে প্রশাসনের কাছে জোর দাবি জানান বক্তারা।