
টানা ভারী বর্ষণে নোয়াখালীতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। বন্যায় কবলিত নোয়াখালীতে জেলা ছাত্রলীগের উদ্যেগে ত্রাণ সহায়তা কার্যক্রম সম্পূর্ণ হয়েছে।
আজ (২৩ আগষ্ট) শুক্রবার নোয়াখালী জেলা ছাত্রলীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মোঃ রাসেলের নেতৃত্বে নোয়াখালী বেগমগঞ্জ উপজেলার ১৬নং কাদিরপুর ইউনিয়নে বন্যা দূর্গত ৫ শতাধিক বানভাসি হতদরিদ্রের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। কেন্দ্রীয় ছাত্রলীগের নির্বাহী সংসদের নির্দেশনায় বন্যা কবলিত অসহায় ও দুঃস্থ মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে বলে ছাত্রলীগ নেতা মোঃ রাসেল সুত্রে জানা গেছে। তিনি বলেন, মানবিক ভাবে অসহায় মানুষের মাঝে শুকনো খাবার, চিড়া, মুড়ি, বিস্কুট, গুড়, চাল, ডাল, পানিবিশুদ্ধ করন ট্যাবলেট, মোমবাতি ও লাইটার সামগ্রি বিতরণ করা হয়েছে। আমাদের এ ধারা অব্যাহত থাকবে। এসময় বেগমগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নের ছাত্রলীগের নেতাকর্মীগন ত্রান-সাহায্য বিতরণে অংশ গ্রহণ করেন।
নোয়াখালী শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিথুন ভট্ট বলেন, নোয়াখালী জেলার ৯টি উপজেলার ৯৩টি ইউনিয়নে আমাদের ছাত্র, যুব ও সেচ্ছাসেবকলীগের নেতাকর্মীদের উদ্যেগে বানবাসিদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হচ্ছে। নোয়াখালী জেলাতে গত কয়েক দিনে টানা বর্ষণে পানি বন্দী হয়ে পড়েছে অন্তত ২০ লক্ষ মানুষ। সদর উপজেলা, উপকূলীয়অঞ্চল সুবর্ণচর ও উপকূলী অঞ্চল হাতিয়া উপজেলতে টানা ভারী বর্ষণে প্লাবিত হচ্ছে রাস্তাঘাট, ফসলী জমি, মৎস খামার, গরুর খামার, ঘর বাড়িসহ পাঁচ শতাধিক শিক্ষা প্রতিষ্ঠান ৭/৮ ফুট পানির নিচে তলিয়ে গেছে। বৃষ্টিতে সৃষ্ট বন্যায় বিপর্যস্ত হয়ে পানিবন্দী হয়ে পড়েছে নোয়াখালী জেলার অন্তত ২০ লক্ষ বাসিন্দা।
বন্যাদুর্গতদের পাশে দাঁড়াতে নোয়াখালী জেলা যুবলীগ নেতা মোঃ নাজিমের আহবানঃ জেলা যুবলীগ নেতা মোঃ নাজিম উদ্দীন উদ্যেগ প্রকাশ করে বলেন, প্রতি বর্ষা মৌসুমে বন্যার্তদের পাশে দেশব্যাপী সকল শ্রেণি পেশার মানুষের সরব উপস্থিতি চোখে পড়লেও এবারের বন্যায় নোয়াখালীতে কোন রাজনৈতিক বা সামাজিক সংগঠনের তেমন তৎপরতা দেখা যাচ্ছে না।
তিনি মনে করেন, বন্যায় পানি বন্দী মানুষের জন্য প্রয়োজন শুকনো প্রস্তুতকৃত খাবার সরবরাহ, বিশুদ্ধ খাবার পানি ও পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট বিতরণ, পানিবাহিত রোগ সম্পর্কে সচেতন তৈরি করা ও স্যালাইন বিতরণ, উদ্ধার কর্মকাণ্ড পরিচালনা করা, বিনামূল্য ওষুধ বিতরণসহ ব্যাপক ত্রান সামগ্রী বিতরণে এগিয়ে আসতে দলমত নির্বিশেষে সকল শ্রেণিপেশার মানুষের প্রতি অনুরোধ করেন।