প্রবীণ শিক্ষক নূর মোহাম্মদ আর নেই!

মোঃ রিয়াদ হাসান, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি:
প্রকাশের সময়: শুক্রবার, ২৩ আগস্ট, ২০২৪ । ৫:৪৬ অপরাহ্ণ

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার ফলগাছা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রবীণ শিক্ষক নূর মোহাম্মদ আর নেই।

শুক্রবার (২৩ আগস্ট) সকাল ১০ টায় উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের ফলগাছা এলাকার প্রবীণ শিক্ষক নূর মোহাম্মদ (৯১) বার্ধক্য জনিত কারনে তার নিজ বাড়িতে ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন।

তিনি শিক্ষকতার দীর্ঘ ৫৭ বছরের মধ্যে প্রায় ২৫/৩০ বছর ফলগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা করেন। নূর মোহাম্মদ একজন সৎ, নির্ভীক ও আর্দশবান শিক্ষক হিসেবে অত্র এলাকায় পরিচিত ছিলেন। তার বহু ছাত্র-ছাত্রী দেশ-বিদেশে উচ্চ আসনে চাকরী ও নানা কর্মে কর্মরত আছেন।

মৃত্যকালে তিনি ৪ পূত্র, ১ কন্যা, ১ স্ত্রী, আত্মীয়স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেলেন। তার জানাজা নামাজ বাদ এশা তার নিজ বাড়িতে অনুষ্ঠিত হবে।

প্রধান সম্পাদক: মোঃ তোজাম্মেল হোসেন মঞ্জু, নির্বাহী সম্পাদক: মোঃ মাহাবুবুল আলম ওহাবুল, প্রকাশক: মোঃ বখতিয়ার ঈবনে জীবন, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: চিলাহাটি, নীলফামারী। যোগাযোগ: +৮৮০ ০১৭১৮৩২৪৭৮৬ E-mail: infobanglarawaz@gmail.com

প্রিন্ট করুন