মহাসড়কের উপর বন্যার পানি থাকার কারণে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ

মো লুৎফুর রহমান রাকিব কুমিল্লা জেলা প্রতিনিধি।
প্রকাশের সময়: রবিবার, ২৫ আগস্ট, ২০২৪ । ১:৫২ পূর্বাহ্ণ

হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়নের এডিশনাল ডিআইজি মো: খাইরুল আলম ফেনী জেলাধীন লালপোল এলাকা সহ মহাসড়কের বিভিন্ন স্থান পরিদর্শন করেন। মূলত বন্যার পানি ও তার সাথে স্রোত থাকার কারণে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ আছে। এ সময় এডিশনাল ডিআইজি মো: খাইরুল আলম ফেনী জেলাধীন লালপোল সংলগ্ন বন্যা কবলিত এলাকা সরেজমিনে পরিদর্শনসহ সুশৃঙ্খল ট্রাফিক ব্যবস্থাপনা ঠিক রাখতে হাইওয়ে পুলিশের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা করেন। এখনও পর্যন্ত ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের লালপোল সহ মহাসড়কের বিভিন্ন স্থানে ৪/৫ ফুট বন্যার পানি আছে। তাই বর্তমান পরিস্থিতি বিবেচনা করে ঢাকা থেকে চট্রগ্রাম এবং চট্রগ্রাম থেকে ঢাকা গমন না করার জন্য তিনি বিনীত ভাবে অনুরোধ করছেন।

প্রধান সম্পাদক: মোঃ তোজাম্মেল হোসেন মঞ্জু, নির্বাহী সম্পাদক: মোঃ মাহাবুবুল আলম ওহাবুল, প্রকাশক: মোঃ বখতিয়ার ঈবনে জীবন, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: চিলাহাটি, নীলফামারী। যোগাযোগ: +৮৮০ ০১৭১৮৩২৪৭৮৬ E-mail: infobanglarawaz@gmail.com

প্রিন্ট করুন