বন্যা কবলিত দের ত্রাণ তহবিলে প্রায় ৪ লাখ টাকা জমা দিচ্ছেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন টেকনাফ

অজামাল উদ্দীন - কক্সবাজার জেলা প্রতিনিধি
প্রকাশের সময়: রবিবার, ২৫ আগস্ট, ২০২৪ । ৯:৩৯ অপরাহ্ণ

বন্যাকবলিত এলাকার মানুষের পাশে দাঁড়ানোর জন্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কক্সবাজারের টেকনাফের উদ্যোগে অর্থ অনুদান সংগ্রহ করেছে। 

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, কুমিল্লা ও কক্সবাজারের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া শিক্ষার্থী ও টেকনাফের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা মিলে বন্যা কবলিত এলাকার মানুষের পাশে দাঁড়ানোর জন্য অর্থ সংগ্রহ করেছেন। শনিবার সকাল ১০টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত তাঁরা টেকনাফ শহরের বিভিন্ন স্থানে ঝড়-বৃষ্টিকে উপেক্ষা করে শিক্ষার্থীরা অর্থ সংগ্রহ করেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এ উদ্যোগে কেউ কেউ নগদ অর্থ দিয়েও শামিল হয়েছেন। বুথে বসা শিক্ষার্থীরা খাতায় অনুদানের অঙ্ক লিখে টাকা জমা রাখছেন।

অর্থ সংগ্রহ করছেন মোরশেদ আলম- চট্টগ্রাম কলেজ, বাহা উদ্দিন-কক্সবাজার সরকারি কলেজ, ইয়াছিন আরাফাত-হাটহাজারী মাদ্রাসা, হাসান মাহমুদ সাকিব- জগন্নাথ বিশ্ববিদ্যালয়, মাহমুদুর রহমান তামিম-চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়,  আব্দু রহমান-কক্সবাজার সিটি কলেজ, মোঃ রাকিব-টেকনাফ সরকারি কলেজ,  জুবাইর আজিজ-আল জামেয়া টেকনাফ মাদ্রাসা প্রমূখ।

শিক্ষাথীরা বলেন,বন্যাকবলিত এলাকার মানুষের পাশে দাঁড়ানোর পাশাপাশি অন্তবতীকালিন সরকারের প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে দেওয়ার লক্ষ্যে কক্সবাজারের টেকনাফ উপজেলার সর্বস্তরের মানুষের অংশগ্রহণে টেকনাফ থেকে একদিনে ৩লাখ ৯৪হাজার ৫৮২টাকা সংগ্রহ করা হয়। আজ রবিবার সোনালী ব্যাংকের মাধ্যমে এ সংগ্রহ করা টাকা প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে পাঠানো হবে। 

প্রধান সম্পাদক: মোঃ তোজাম্মেল হোসেন মঞ্জু, নির্বাহী সম্পাদক: মোঃ মাহাবুবুল আলম ওহাবুল, প্রকাশক: মোঃ বখতিয়ার ঈবনে জীবন, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: চিলাহাটি, নীলফামারী। যোগাযোগ: +৮৮০ ০১৭১৮৩২৪৭৮৬ E-mail: infobanglarawaz@gmail.com

প্রিন্ট করুন