চা বাগানের ছাত্র সমাজের এর উদ্যোগে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ

প্রীতম কুর্মী সুজিত (মৌলভীবাজার) প্রতিনিধি:
প্রকাশের সময়: সোমবার, ২৬ আগস্ট, ২০২৪ । ১১:৫৮ পূর্বাহ্ণ

গত কয়েকদিনের টানা বৃষ্টি ও ধলাই নদীর বিভিন্ন জায়গায় বাঁধ ভেঙ্গে মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলাসহ বিভিন্ন উপজেলায় বন্যা দেখা দিলে পানিবন্দী হয়ে পড়ে লক্ষাধিক পরিবার।

ভয়াবহ এমন পরিস্থিতিতে খাদ্য সংকটে ও নানা সমস্যায় দিন কাটাচ্ছেন নিন্মআয়ের পরিবারগুলো। তলিয়ে গেছে রাস্তা ঘাট, বাসা-বাড়ি ও রান্না ঘর। মৌলভীবাজার জেলার কমলগঞ্জ, রাজনগর, কুলাউড়া ও মৌলভীবাজার সদরসহ অনেক এলাকায় দেখা দিয়েছে খাদ্য সংকট।

এ অবস্থায় বন্যাদুর্গতদের পাশে দাঁড়িয়েছে শ্রীমঙ্গল উপজেলার ৮ নং কালিঘাট ইউনিয়নের চা বাগানের ছাত্র সমাজ , রিপন মূর্ধা , কাজল হাজরা, প্রীতম কুর্মী সুজিত,আকাশ দোষাদ, তমাল ভর, বিশ্বজিৎ দোষাদ, নয়ন ।

রবিবার (২৫ আগস্ট) শ্রীমঙ্গলের চা বাগানের কৃতি সন্তানদের সার্বিক সহযোগীতায় কমলগঞ্জ উপজেলার বিভিন্ন জায়গায় বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ করা হয়।

টানা বৃষ্টি ও ধলাই নদীর বিভিন্ন জায়গায় বাঁধ ভেঙ্গে যাওয়ায় বন্যাদুর্গতদের মাঝে আমরা আজ ত্রাণ বিতরণ করেছি। আমাদের এই কার্যক্রম চলমান থাকবে বলে চা বাগানের ছাত্র সমাজ জানান।

প্রধান সম্পাদক: মোঃ তোজাম্মেল হোসেন মঞ্জু, নির্বাহী সম্পাদক: মোঃ মাহাবুবুল আলম ওহাবুল, প্রকাশক: মোঃ বখতিয়ার ঈবনে জীবন, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: চিলাহাটি, নীলফামারী। যোগাযোগ: +৮৮০ ০১৭১৮৩২৪৭৮৬ E-mail: infobanglarawaz@gmail.com

প্রিন্ট করুন