লামায় পাহাড় কাটার অভিযোগ

জাহিদ হাসান,বান্দরবান প্রতিনিধি
প্রকাশের সময়: সোমবার, ২৬ আগস্ট, ২০২৪ । ৫:১৮ অপরাহ্ণ

লামা পৌরসভার ৮নং ওয়ার্ড লাইনঝিরিতে স্থানীয় ৫জনসহ অজ্ঞাতনামা আরো ১০/১২ জনের বিরুদ্ধে পাহাড় কর্তনের অভিযোগ হয়েছে। অভিযুক্তরা হলো, ১। আবুল খায়ের (৫৫), পিতা- মৃত আব্দুল হাকিম, ২। মোঃ মোবারক (৩২), পিতা- আবুল খায়ের, ৩। মোহাম্মদ আলী (২৫), পিতা- আবুল খায়ের, ৪। তাজুল ইসলাম (৩৫), পিতা- মৃত আব্দুল হাফেজ, ৫। নাছিমা আক্তার (২৭), পিতা- আবুল খায়ের, সর্বসাং- লাইনঝিরি, ৮নং ওয়ার্ড, লামা পৌরসভা, লামা, বান্দরবান পার্বত্য জেলাসহ অজ্ঞাত ১০/১২ জন। পরিবেশ অধিদপ্তর ও ইতোপূর্বে উপজেলা দপ্তরে করা অভিযোগে প্রকাশ, নুর জাহান বেগম (৪৫), স্বামী- আব্দুল কাদের ২৯৩ নং ছাগল খাইয়া মৌজা আর/১৪৭ নং হোল্ডিংয়ের অংশে পঁয়ত্রিশ শতাংশ ৩য় শ্রেণীর জায়গা ক্রয় সূত্রে মালিক হয়ে ২০১১ সাল থেকে নিরবিচ্ছন্নভাবে ভোগ দখলে রয়েছে। সম্প্রতি অভিযুক্তরা নুর জাহান বেগমের জায়গায় অজ্ঞাতনামা ১০/১২ জন লোকজন জবর দখলের উদ্দেশ্যে তিন শতাধিক গাছপালা কেঁটে পাহাড় কর্তন করতে থাকে। ভূমি জবর দখলকারী এই চক্রটি পরিবেশের ক্ষতিসাধনও করে। সরকারি কোনো পূর্বানুমতি ব্যতিরেখে অবৈধভাবে পরিবেশের ভারসাম্য নষ্ট করার উদ্দেশ্যে তারা পাহাড় কর্তন করতে থাকে। তারা পরিবেশ অধিদপ্তর থেকে ছাড়পত্র না নিয়ে পাহাড় কর্তনতো করছেই উপরন্ত এসব অন্যায় কাজে বাধা প্রদান করলে নুরজাহান ও তার পরিবারের সদস্যদেরকে হত্যা করার জন্য তেঁড়ে আসে বলে অভিযোগে উল্লেখ করেন নুর জাহান বেগম। এই বিষয়ে পরিবেশ সংরক্ষণ-আইন শৃঙ্খলা রক্ষাকারীদের আশু হস্তক্ষেপ কামণা করছেন স্থানীয়রা।

প্রধান সম্পাদক: মোঃ তোজাম্মেল হোসেন মঞ্জু, নির্বাহী সম্পাদক: মোঃ মাহাবুবুল আলম ওহাবুল, প্রকাশক: মোঃ বখতিয়ার ঈবনে জীবন, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: চিলাহাটি, নীলফামারী। যোগাযোগ: +৮৮০ ০১৭১৮৩২৪৭৮৬ E-mail: infobanglarawaz@gmail.com

প্রিন্ট করুন