বিএনপি নেতাদের সঙ্গে বৈঠকে রাশিয়ার রাষ্ট্রদূত

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২৯ আগস্ট, ২০২৪ । ২:৫৯ অপরাহ্ণ

বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার মান্টিটস্কির সঙ্গে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে একটি প্রতিনিধি দল বৈঠকে বসেছেন।

বৃহস্পতিবার (২৯ আগস্ট) গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে একটি প্রতিনিধি দল ঢাকায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার মান্টিটস্কির সঙ্গে বৈঠক।

বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান জানান, বৈঠক কিছুক্ষণ আগে শুরু হয়েছে।

বৈঠকে বিএনপি মহাসচিব ছাড়াও অংশ নিয়েছেন দলটির স্থায়ী কমিটি ও আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও শামা ওবায়েদ।

এর আগে ২৭ আগস্ট অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা সঙ্গে সাক্ষাৎ করেন রাশিয়ার রাষ্ট্রদূত।

প্রধান সম্পাদক: মোঃ তোজাম্মেল হোসেন মঞ্জু, নির্বাহী সম্পাদক: মোঃ মাহাবুবুল আলম ওহাবুল, প্রকাশক: মোঃ বখতিয়ার ঈবনে জীবন, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: চিলাহাটি, নীলফামারী। যোগাযোগ: +৮৮০ ০১৭১৮৩২৪৭৮৬ E-mail: infobanglarawaz@gmail.com

প্রিন্ট করুন