কারবালা কলেজে শিক্ষকদের পিটিয়েছে শিক্ষার্থী ও বহিরাগতরা

মাহিদুল ইসলাম ফরহাদ চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২৯ আগস্ট, ২০২৪ । ১১:৫৭ অপরাহ্ণ

শিক্ষা প্রতিষ্ঠানে বহিরাগত অনু্প্রবেশ বন্ধ ও শিক্ষকদের হেনস্তার প্রতিবাদে শান্তিপূর্ণ মানববন্ধনের ব্যানার কেড়ে নিয়ে শিক্ষকদের পিটিয়েছে শিক্ষার্থীসহ বহিরাগতরা। এতে গুরুতর আহত হয়েছেন চাঁপাইনবাবগঞ্জের কারবালা উচ্চ বিদ্যালয় ও কলেজের কয়েকজন শিক্ষক ।

বৃহস্পতিবার (২৯ আগষ্ট) সকালে চাঁপাই নবাবগঞ্জ সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নের অবস্থিত কারবালা উচ্চ বিদ্যালয় ও কলেজে এই মারধরের ঘটনাটি ঘটে।

জানা গেছে ৩-৪ জন শিক্ষককে মারধরের পর উল্টো শিক্ষকদের বিচারের দাবিতে ক্লাস বর্জন করে প্রতিষ্ঠানটির মাঠে অবস্থান নেয় শিক্ষার্থীরা। পরে সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

অভিযোগ উঠেছে, শিক্ষার্থীদের একাংশ ও প্রতিষ্ঠানটির শিক্ষকরা গত কয়েকদিন ধরেই অনিয়ম-দুর্নীতি ও বহিরাগতদের প্রবেশ নিষেধের দাবিতে আন্দোলন চালিয়ে আসছে। এরই ধারাবাহিকতায় একটি শান্তিপূর্ণ মানববন্ধনের আয়োজন করে শিক্ষক-শিক্ষার্থীরা। বেলা ১১টার দিকে মানববন্ধনে দাঁড়ালে তাতে বাধা দেয় একাংশের শিক্ষার্থীরা। পরে ব্যানার কেড়ে নিয়ে কয়েক শিক্ষকদের হেনস্তা করে তারা। পরে বেধড়ক মারধর করা হয়।

তবে মারধরের কথা অস্বীকার করেন কারবালা উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মশিদুল হক জানান, মানববন্ধনের বিষয়ে আমিও জানি না। তবে শিক্ষকদের সাথে শিক্ষার্থীদের মানববন্ধন করা নিয়ে হট্টগোল হয়েছে। পরে সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এসময় শিক্ষার্থীরা কয়েকজন শিক্ষকের বিচারের দাবি করে। এবিষয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে সুরাহা করা হবে বলে জানান তিনি।

প্রধান সম্পাদক: মোঃ তোজাম্মেল হোসেন মঞ্জু, নির্বাহী সম্পাদক: মোঃ মাহাবুবুল আলম ওহাবুল, প্রকাশক: মোঃ বখতিয়ার ঈবনে জীবন, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: চিলাহাটি, নীলফামারী। যোগাযোগ: +৮৮০ ০১৭১৮৩২৪৭৮৬ E-mail: infobanglarawaz@gmail.com

প্রিন্ট করুন