ছাত্রজনতা দেশকে ফ্যাসিবাদের হাত থেকে মুক্ত করেছে, জামায়াত নেতা  মুহাম্মদ শাহজাহান

জামাল উদ্দীন - কক্সবাজার জেলা প্রতিনিধি
প্রকাশের সময়: শুক্রবার, ৩০ আগস্ট, ২০২৪ । ১০:০৪ অপরাহ্ণ

কক্সবাজারের টেকনাফে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে কর্মী সম্মেলন অনুষ্টিত হয়েছে।  শুক্রবার (৩০ আগস্ট) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত কর্মী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় এসিস্ট্যান্ট সেক্রেটারী ও ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ শাহজাহান।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ছাত্রজনতা বাংলাদেশকে ফ্যাসিবাদের হাত থেকে মুক্ত করেছে, ইসলাম বিদ্বেষীদের হাত থেকে বাংলাদেশকে মুক্ত করেছে। যারা ক্ষমতাচ্যুত হয়ে গণভবনে একঘন্টা ঠিকতে পারেনি তারাই হচ্ছে ইতিহাসের নিকৃষ্ট শাসক। এই নিকৃষ্ট শাসক আওয়ামী লীগের কবল থেকে দেশকে মুক্ত করেছে ছাত্রজনতা।   

টেকনাফ উপজেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যক্ষ নুরুল হোসাইন ছিদ্দিকীর সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা নুর আহমদ আনোয়ারী, সাবেক জেলা সেক্রেটারী ও জেলা আইনজীবি সমিতির সাবেক সভাপতি এডভোকেট শাহজালাল চৌধুরী, জেলা জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারী জাহেদুল ইসলাম।

উপজেলা জামায়াত আমীর মাওলানা রফিকুল্লাহর সঞ্চালনায় কর্মী সমাবেশে আরও বক্তব্য রাখেন টেকনাফ পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত মেয়র ও জামায়াত নেতা মুহাম্মদ ইসমাইল, কক্সবাজার শহর ছাত্রশিবিরের সেক্রেটারী আব্দুর রহিম নুরী, জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি মু. রবিউল আলম,

উপজেলা ওলামা মাশায়েখ কমিটির সভাপতি মাওলানা আব্দুস সোবহান, টেকনাফ পৌর জামায়াতের সভাপতি শাহ মোহাম্মদ জোবায়ের, হোয়াইক্যং ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা মো. ইবরাহিম, বাহারছড়া ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা মোস্তাক আহমদ, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি হাফেজ কবির আহমদ, সাবেক ছাত্রনেতা মুহাম্মদ ছিদ্দিকুর রহমান, গিয়াস উদ্দীন, সরওয়ার আলম, যুব বিভাগ সভাপতি জাহাঙ্গীর আলম প্রমূখ।

এর আগে টেকনাফ পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত মেয়র ও জামায়াত নেতা মুহাম্মদ ইসমাইলের নেতৃত্বে একটি বিরাট মিছিল পৌরশহর প্রদক্ষিণ শেষে সম্মেলনস্থলে যোগ দেন।###

প্রধান সম্পাদক: মোঃ তোজাম্মেল হোসেন মঞ্জু, নির্বাহী সম্পাদক: মোঃ মাহাবুবুল আলম ওহাবুল, প্রকাশক: মোঃ বখতিয়ার ঈবনে জীবন, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: চিলাহাটি, নীলফামারী। যোগাযোগ: +৮৮০ ০১৭১৮৩২৪৭৮৬ E-mail: infobanglarawaz@gmail.com

প্রিন্ট করুন