মৌসুমি নিম্নচাপের প্রভাবে বন্দরে সতর্ক সংকেত

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শনিবার, ৩১ আগস্ট, ২০২৪ । ৬:২৯ অপরাহ্ণ

পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি বর্তমানে মৌসুমি নিম্নচাপে পরিণত হয়েছে। এটি বর্তমানে উত্তর অন্ধ্র-দক্ষিণ উড়িষ্যা উপকূলীয় এলাকায় অবস্থান করছে।

শনিবার (৩১ আগস্ট) মধ্যরাত নাগাদ উত্তর অন্ধ্র-দক্ষিণ উড়িষ্যা উপকূলীয় এলাকা অতিক্রম করতে পারে।

এদিকে নিম্নচাপের প্রভাবে পটুয়াখালীর কুয়াকাটাসংলগ্ন বঙ্গোপসাগর কিছুটা উত্তাল রয়েছে। উপকূলীয় এলাকার অনেক স্থানের আকাশ কিছুটা মেঘাচ্ছন্ন রয়েছে। বৃষ্টি না থাকলেও বাতাসের চাপ কিছুটা বেড়েছে। স্বাভাবিকের চেয়ে নদ-নদীর পানির উচ্চতাও কিছুটা বৃদ্ধি পেয়েছে। তাই পটুয়াখালীর পায়রাসহ দেশের সব সমুদ্রবন্দরকে ১ নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এসময় সব মাছ ধরার ট্রলারকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

মহিপুর বিএফডিসি মৎস্য মার্কেটের শ্রমিক রিয়াজ হোসেন বলেন, গত দুই দিন ধরে প্রচণ্ড গরম অনুভূত হচ্ছে। কাজ করতে অনেক কষ্ট হচ্ছে। তবে আজ আকাশ কিছুটা মেঘলা রয়েছে।

পটুয়াখালী জেলা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবা সুখী বলেন, মৌসুমি নিম্নচাপটি আজ রাতে উত্তর অন্ধ্র-দক্ষিণ উড়িষ্যা উপকূলীয় এলাকা অতিক্রম করতে পারে। এর প্রভাবে উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি হতে পারে।

প্রধান সম্পাদক: মোঃ তোজাম্মেল হোসেন মঞ্জু, নির্বাহী সম্পাদক: মোঃ মাহাবুবুল আলম ওহাবুল, প্রকাশক: মোঃ বখতিয়ার ঈবনে জীবন, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: চিলাহাটি, নীলফামারী। যোগাযোগ: +৮৮০ ০১৭১৮৩২৪৭৮৬ E-mail: infobanglarawaz@gmail.com

প্রিন্ট করুন